দলাই লামার সংবর্ধনা-অনুষ্ঠানে সপুত্র আমজাদের সুরের জাদু

বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা ৮০ বছর পূর্ণ করেছেন গত জুলাইয়ে। কিন্তু তাঁর ব্যস্ত সফরসূচির কারণে এত দিন সেই উপলক্ষে কোনও সংবর্ধনার আয়োজন সম্ভব হয়নি দিল্লিতে।

Advertisement

সুমনা কাঞ্জিলাল

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৬ ২১:১৮
Share:

অনুষ্ঠানে দলাই লামার সঙ্গে সপুত্র আমজাদ।

বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা ৮০ বছর পূর্ণ করেছেন গত জুলাইয়ে। কিন্তু তাঁর ব্যস্ত সফরসূচির কারণে এত দিন সেই উপলক্ষে কোনও সংবর্ধনার আয়োজন সম্ভব হয়নি দিল্লিতে। আজ নয়াদিল্লির একটি পাঁচতারা হোটেলে অবশেষে সেই সংবর্ধনা অনুষ্ঠিত হল। অনুষ্ঠানটি আলাদা মাত্রা পায় সরোদশিল্পী উস্তাদ আমজাদ আলি খান ও তাঁর দুই পুত্র আমান আলি খান ও আয়ান আলি খানের সুরমূর্চ্ছনায়।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, প্রবীণ আইনজীবী রাম জেঠমলানি, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, অভিনেত্রী শর্মিলা ঠাকুর-সহ বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তি।
অনুষ্ঠানে সংবর্ধিত দলাই লামার ভাষণে ছিল বিশ্বশান্তি ও সহনশীলতার বার্তা যা উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement