ভিডিয়ো কনফারেন্সে অমিত শাহ। বৃহস্পতিবার। টুইটার
জল্পনা উড়িয়ে এমস থেকে বাড়ি ফিরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কোভিড-পরবর্তী চিকিৎসার জন্য গত রবিবার এমসে ভর্তি হয়েছিলেন অমিত। সোমবার এমসের পক্ষ থেকে তা বিবৃতি দিয়ে জানানো হয়েছিল। তার পর থেকেই এমস ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অমিতের স্বাস্থ্য নিয়ে নীরব থাকায় এ নিয়ে গুঞ্জন শুরু হয় দিল্লিতে। বাবার অসুস্থতার কারণে অমিত শাহের পুত্র তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ দুবাইয়ে আইপিএল ছেড়ে ভারতে ফিরে এসেছিলেন। শনিবার আইপিএলের উদ্বোধনে যোগ দিতে আবার দুবাই ফিরে গিয়েছেন জয়।
সূত্রের খবর, চর্তুদিকে ছড়িয়ে পড়া জল্পনা থামাতে আজ সকালে গুজরাত সরকারের সব ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার একটি অনুষ্ঠানে এমস থেকেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দেন অমিত শাহ। পরে সেই ছবি টুইটও করেন তিনি। রাতে সরকারি সূত্রে জানানো হয়, শাহ বাড়ি ফিরে এসেছেন। তিনি এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এক-দু’দিনের মধ্যেই সংসদীয় অধিবেশনে যোগ দেবেন তিনি। প্রসঙ্গত, অগস্টের প্রথম সপ্তাহে কোভিড আক্রান্ত হয়েছিলেন অমিত শাহ। তার পর তিনি ছাড়া পেলেও শ্বাসকষ্টজনিত সমস্যায় তিন দিনের মধ্যেই এমসে ভর্তি হন। অগস্টের তৃতীয় সপ্তাহে বাড়ি ফিরে আসেন তিনি। এর পরে সংসদ শুরু হওয়ার আগে রুটিন চিকিৎসার জন্য গত রবিবার ফের এমসে ভর্তি হন তিনি।