কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল চিত্র।
জম্মু ও কাশ্মীরে শীতের মরসুমের পরেই ভোট হতে পারে বলে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। এ বার সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লা ছাড়াও ছিলেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান, আধা সামরিক বাহিনীর কর্তারা ও জম্মু, কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিন্হা।
আজ সকালেই জম্মুতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে চার জঙ্গি মারা যায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, প্রজাতন্ত্র দিবসে বড় মাপের হামলা চালানোর পরিকল্পনা ছিল ওই জঙ্গিদের। এই আবহে জঙ্গি অনুপ্রবেশ ছাড়াও পাকিস্তানের দিক থেকে ক্রমাগত অস্ত্র ও মাদক নিয়ে ড্রোনের উড়ে আসা এবং তা রুখতে নিরাপত্তাবাহিনীর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীর থেকে ব্লগে কাশ্মীরে কর্মরত পণ্ডিতদের নামের তালিকা প্রকাশ করে তাঁদের হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা ঠেকাতে কী ধরনের পদক্ষেপ করা হয়েছে, তাও জানানো হয় শাহকে।
প্রধানমন্ত্রীর প্যাকেজের আওতায় ঘোষিত প্রকল্পগুলির অগ্রগতি কী পর্যায়ে রয়েছে, তা জানান উপরাজ্যপাল। সূত্রের মতে, ওই রাজ্যে মে মাসে ভোট করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে নরেন্দ্র মোদী সরকার। নির্বাচন হলে কী ধরনের সন্ত্রাসের আশঙ্কা রয়েছে, তা বৈঠকে খতিয়ে দেখা হয়। বৈঠকে গোয়েন্দাদের তরফে জানানো হয়, দক্ষিণ কাশ্মীরে একাধিক জঙ্গি গোষ্ঠী সক্রিয়। যারা স্থানীয় যুবকদের জঙ্গি দলে নাম লেখানোর চেষ্টা করছে। এ ছাড়া সীমান্তে একশোর কাছাকাছি জঙ্গি ভারতে ঢোকার জন্য অপেক্ষা করছে বলে জানা গিয়েছে।