Arvind Kejriwal

আট বছর মুখ্যমন্ত্রী, বিদেশে গিয়েছি দু’বার, শিক্ষক বিতর্কে উপরাজ্যপালকে জবাব কেজরীওয়ালের

সম্প্রতি সরকারি স্কুলের শিক্ষকদের ফিনল্যান্ডে পাঠিয়ে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছিল কেজরীওয়ালের সরকার। সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিনয়কুমার।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ ২০:২০
Share:

কেজরীওয়াল জানান, ৮ বছর দিল্লির মুখ্যমন্ত্রী রয়েছেন। বিদেশ গিয়েছেন মাত্র ২ বার। — ফাইল ছবি।

তিনি ৮ বছর দিল্লির মুখ্যমন্ত্রী রয়েছেন। বিদেশ গিয়েছেন মাত্র ২ বার। যেতেও চান না। কিন্তু চান, শিক্ষকরা বিদেশে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসুন। রবিবার দিল্লিতে শিক্ষকদের একটি কর্মসূচিতে এ ভাবেই লেফটেনান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনাকে জবাব দিলেন অরবিন্দ কেজরীওয়াল।

Advertisement

সম্প্রতি সরকারি স্কুলের শিক্ষকদের ফিনল্যান্ডে পাঠিয়ে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছিল কেজরীওয়ালের সরকার। সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিনয়কুমার। এর ফলে যে খরচ হবে, তা কতটা যুক্তিগ্রাহ্য সেই প্রশ্ন তুলেছেন তিনি। সেই প্রসঙ্গেই বিনয়কে কটাক্ষ করেছেন কেজরীওয়াল। তিনি বলেন, ‘‘এর থেকে ভাল কোনও বিনিয়োগই হতে পারে না।’’

কেজরীওয়াল আরও বলেন, ‘‘অনেক দিন ধরে একটি ধারণা রয়েছে যে, সরকারি স্কুল শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে কোনও লাভ নেই। উপমু্খ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া যেমন বললেন যে, এর আগে আলোচনাসভা হত, কিন্তু তাতে শিক্ষকদের খুব একটা লাভ হত না।’’ এ বার শিক্ষকদের উন্নতির জন্যই তাঁদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছে দিল্লি সরকার, সে কথাই মনে করিয়ে দিলেন আপ প্রধান। যদিও তিনি নিজে মাত্র ২ বার বিদেশ গিয়েছেন। শিক্ষকদের উদ্দেশ্য করে কেজরীওয়াল বলেন, ‘‘আপনাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে পেরেছি আমরা। আমি ৮ বছর ধরে মুখ্যমন্ত্রী। কিন্তু বিদেশ গিয়েছিল মাত্র ২ বার। এক বার, মাদার টেরিজা যখন মারা গিয়েছিলেন, রোমে গিয়েছিলাম। আর এক বার দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলাম।’’

Advertisement

লেফটেনান্ট গভর্নরকে কটাক্ষ করে কেজরীওয়াল এও জানিয়েছেন যে, তিনি নিজে বিদেশ যেতে আগ্রহী নন। তাঁর কথায়, ‘‘আমার লক্ষ্য, শিক্ষকদের অন্য দেশে পাঠানো। আমি নিজে যেতে চাই না। অন্য নেতারা মাসে মাসে যান। আমি চাই, শিক্ষকদের আন্তর্জাতিক অভিজ্ঞতা হোক। শুধু বেসরকারি স্কুল নয়, আমাদের সরকারি স্কুলের মানও আন্তর্জাতিক স্কুলের থেকে ভাল হোক।’’ এর পরেই শিক্ষকদের প্রশংসা করে তিনি বলেন, ‘‘আমাদের সমালোচকরাও বলছেন যে, দিল্লির সরকার স্কুল আগের থেকে অনেক ভাল হয়েছে। সেটা আমাদের জন্য নয়, আপনাদের জন্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement