Assam

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫ লক্ষেরও বেশি মানুষ

এ বছর করোনা ও বন্যার জোড়া আক্রমণে তাঁদের অবস্থা শোচনীয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

গুয়াহাটি শেষ আপডেট: ১৮ জুলাই ২০২০ ০৭:৩৫
Share:

ফি বছর বন্যায় ডোবে ডিব্রুগড়ের ব্রহ্মপুত্র লাগোয়া এলাকা। চলতি বছরে তার সঙ্গে যোগ হয়েছে করোনা অতিমারি। সরকারি ত্রাণের দু’মুঠো ভাত-ডাল সম্বল করেই বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছে ওরা। ডিব্রুগড়ের ফুলবাগান এলাকায় দেবাশিস গগৈয়ের তোলা ছবি।

অসমে চলতি বন্যায় এখন ২৮ জেলার ৩৫,৭৫,৮৩২ জন ক্ষতিগ্রস্ত। ৭১১টি ত্রাণশিবিরে আছেন ৫১,৪২১ জন। এখন পর্যন্ত মারা গিয়েছেন ৭৬ জন। ৮৬টি বন্যপ্রাণীরও মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে আজ তিব্বতের ধর্মগুরু দলাই লামা অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি শোক জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উদ্দেশে চিঠি লেখেন।

Advertisement

দলাই চিঠিতে বলেন, বন্যায় প্রতি বছরই দুর্দশায় পড়েন অসমবাসী। এ বছর করোনা ও বন্যার জোড়া আক্রমণে তাঁদের অবস্থা শোচনীয়। রাজ্যবাসীর উদ্ধার ও ত্রাণে অসম সরকারের ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দানের কথা জানান দলাই লামা।

মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে টাকা দিয়েছেন ইউটিউব তারকা আশিস চঞ্চলানি। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ফুটবল দল আর্সেনালও বন্যা দুর্গত অসমের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে ইনস্টাগ্রাম ভিডিয়ো পোস্ট করেছে। নাম দিয়েছে, ‘উই আর উইদ ইউ’। সঙ্গে দেওয়া হয়েছে তার অসমীয়া অনুবাদ, ‘আমি আসো আপোনালুকর লগত’। অসমের অভিনেতা আদিল হুসেন ভিডিয়োটি শেয়ার করে দুঃখ করেন, “যেখানে আর্সেনাল অসমের মানুষের পাশে দাঁড়াচ্ছে সেখানে ভারতের সেলেব্রিটি, ক্রিকেট তারকারা কেন সরব হচ্ছেন না?” ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের পাশে দাঁড়িয়ে বলেছেন, “অসমের মানুষের দিকে নজর দেওয়া প্রয়োজন। প্রার্থনা করি সেখানে মানুষ ও বন্যপ্রাণীর প্রাণহানি যেন আর না বাড়ে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement