Alligator

Viral: ইল শিকার করতে গিয়ে লাগল ৮৬০ ভোল্ট! ছটফট করতে করতে মৃত্যু কুমিরের, দেখুন ভিডিয়ো

ইলের শরীরে উৎপন্ন ৮৬০ ভোল্টের বিদ্যুতের ঝটকায় কুমিরের শরীর কাঁপতে শুরু করে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৩৪
Share:

ছবি সৌজন্য টুইটার।

কখনও শুনেছেন মাছ শিকার করতে গিয়ে মৃত্যু হয়েছে কুমিরের! তবে রুই, কাতলা বা আর পাঁচটা সাধারণ মাছ নয়, ইল শিকার করতে গিয়েই প্রাণ গিয়েছে এক কুমিরের। এই ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। যে ঘটনা সচরাচর দেখা যায় না। তবে ভিডিয়োটি কোথাকার তা অবশ্য জানা যায়নি।

শিকারির হাত থেকে বাঁচতে শরীরে প্রচুর বিদ্যুৎ উৎপন্ন করে ইল। এ ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে।

Advertisement

ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি জলাশয়ের পাড়ের কাছে একটি ইল মাছ। তার ঠিক কাছেই ঘাপটি মেরে ছিল একটি কুমির। সুযোগ বুঝে ইল মাছটিকে চোয়ালের মাঝে চেপে ধরতেই বিপত্তি। ইলের শরীরে উৎপন্ন ৮৬০ ভোল্টের বিদ্যুতের ঝটকায় কুমিরের শরীর কাঁপতে শুরু করে। একটা সময় ছটফট করতে করতে সেটি মারাও যায়। তখনও কুমিরের চোয়ালের মাঝে আটকে ছিল ইল মাছটি। সেটিও মারা গিয়েছিল। ভি়ডিয়োটি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement