স্ত্রী মাথায় ঘোমটা দেয়নি বলে বিবাহবিচ্ছেদ চাওয়া যায় না: ইলাহাবাদ হাই কোর্ট। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
স্ত্রী মাথায় ঘোমটা দেন না, এই যুক্তিতে বিবাহবিচ্ছেদ চাওয়া যায় না। বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণের কথা জানাল ইলাহাবাদ হাই কোর্ট। ঘোমটা না-দেওয়া কোনও নিষ্ঠুর আচরণ নয় বলেও জানিয়েছে উচ্চ আদালত।
সম্প্রতি স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে বিবাহবিচ্ছেদ চেয়ে ইলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হন এক ব্যক্তি। বিবাহবিচ্ছেদের পক্ষে সওয়াল করে ওই ব্যক্তির আইনজীবী আদালতে জানান যে, স্ত্রী স্বাধীনচেতা ছিলেন। কারও অনুমতি না নিয়েই বাড়ির বাইরে বেরিয়ে যেতেন। এর পাশাপাশি অভিযোগ করা হয় যে, নিয়ম মেনে ঘোমটা দিতেন না স্ত্রী।
শুনানিতে ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতি সৌমিত্র দয়াল সিংহ এবং বিচারপতি দোনাদি রমেশের ডিভিশন বেঞ্চ বিবাহবিচ্ছেদের আর্জি মঞ্জুর করে। তবে উচ্চ আদালত একই সঙ্গে জানিয়ে দেয়, ঘোমটা না পরার যুক্তিতে বিবাহবিচ্ছেদ চাওয়া যায় না। ওই দম্পতি ২৩ বছর ধরে আলাদা থাকছিলেন। স্বামী আদালতে জানান, একসঙ্গে থাকার আর্জি জানালেও কোনও উত্তর পাননি স্ত্রীর কাছ থেকে। এই পরিস্থিতিতে আবেদনকারীর আর্জি মঞ্জুর করে ডিভিশন বেঞ্চ।