—ফাইল চিত্র।
মথুরার শাহি মসজিদ নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা ফের শোনার সিদ্ধান্ত নিল ইলাহাবাদ হাই কোর্ট।
মথুরায় শ্রীকৃষ্ণ মন্দিরের পাশেই শাহি মসজিদ। আবেদনকারীরা আর্জিতে জানিয়েছেন, ওই মসজিদ কৃষ্ণের জন্মভূমিতে তৈরি। ওই মসজিদে যে ভূমিতে রয়েছে সেখানে এক সময়ে কাটরা কেশবদেব মন্দির ছিল। মোগল সম্রাট ঔরঙ্গজ়েবের আমলে তা ধ্বংস করা হয়। আর্জিতে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ওই মসজিদে সপ্তাহের কয়েকটি দিনে ও জন্মাষ্টমীতে হিন্দুদের পুজো করতে দেওয়ার অধিকার চাওয়া হয়েছে। ওই ভূমির অধিকারও হিন্দুদের হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়েছেন আবেদনকারীরা।
এই বিষয়ে আগের আবেদনটি পদ্ধতিগত কারণে খারিজ হয়ে গিয়েছিল। হাই কোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি প্রকাশ পাড়িয়ার বেঞ্চ নির্দেশে জানিয়েছে, ২৫ জুলাই এই আবেদন শুনবে আদালত।