হরিয়ানায় হার খট্টরের ৮ মন্ত্রীরই

বিধানসভায় মোট ৯০টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৪০টিতে। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে আরও ছ’টি আসনে জিততে হত তাদের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ ০২:৫৯
Share:

মনোহরলাল খট্টর।

কোনও মতে জয় মিললেও লজ্জায় মুখ লুকনোর অবস্থা হরিয়ানার বিজেপি সরকারের। বিধানসভা ভোটে ৭৫ আসনের লক্ষ্য ছোঁয়া দূরে থাক, মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের ৮ মন্ত্রীই হেরে বসে আছেন।

Advertisement

বিধানসভায় মোট ৯০টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৪০টিতে। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে আরও ছ’টি আসনে জিততে হত তাদের। মুখ্যমন্ত্রী নিজে ও স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ ছাড়া ওপি ধনখড়, ক্যাপ্টেন অভিমন্যু, রামবিলাস শর্মা, কবিতা জৈন, কৃষণলাল পানওয়ার, মণীশ গ্রোভার ও কৃষণ কুমার বেদির মতো মন্ত্রীরা হেরেছেন। রাজ্য বিজেপি সভাপতি সুভাষ বরালাও হেরেছেন। শিক্ষামন্ত্রী রামবিলাস শর্মা হেরেছেন ১০ হাজার ভোটে। পুরমন্ত্রী কবিতা জৈন হেরেছেন প্রায় ৩৩ হাজার ভোটে।

২০১৪ সালে বিধানসভা ভোটে ৪৭টি আসন পেয়েছিল বিজেপি। এ বারে তাদের ভোটব্যাঙ্কে নয়া দল ‘জননায়ক জনতা পার্টি’ (জেজেপি) বড় ভাগ বসিয়েছে বলে মনে করা হচ্ছে। দশ মাস বয়সি দুষ্মন্ত চৌটালার দল দশটি আসনে জিতেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement