Militant

সক্রিয় সব জঙ্গি লঞ্চপ্যাড: বিএসএফ

সেনা জানিয়েছে, ১৩ নভেম্বর কাশ্মীরের বিভিন্ন সেক্টরে বিনা প্ররোচনায় গোলাবর্ষণ করেছে পাকিস্তান। উপযুক্ত জবাব দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীনগর শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ০৪:৪১
Share:

—ফাইল চিত্র।

পাক-অধিকৃত কাশ্মীরে সব জঙ্গি লঞ্চপ্যাডই এখন সক্রিয় বলে দাবি করলেন বিএসএফের আইজি রাজেশ মিশ্র।

Advertisement

নিয়ন্ত্রণরেখায় সাম্প্রতিক সংঘর্ষে নিহত সেনা হরধনচন্দ্র রায়, সতাই ভূষণ রামেশরাও, সুবোধ ঘোষ ও বিএসএফের সাব ইনস্পেক্টর রাকেশ ডোভালকে আজ শ্রীনগরে সম্মান জানায় দুই বাহিনী। তার পরে বিএসএফের আইজি রাজেশ মিশ্র বলেন, ‘‘পাক-অধিকৃত কাশ্মীরে সব লঞ্চপ্যাডই এখন সক্রিয়। প্রায় ৩০০ জঙ্গি কাশ্মীরে অনুপ্রবেশের জন্য তৈরি। তুষারপাত শুরুর আগে যত বেশি সম্ভব জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে চায় পাকিস্তান। তাই ভারি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে তারা।’’ সেনাও জানিয়েছে, ১৩ নভেম্বর কাশ্মীরের বিভিন্ন সেক্টরে বিনা প্ররোচনায় গোলাবর্ষণ করেছে পাকিস্তান। উপযুক্ত জবাব দেওয়া হয়েছে।

কাল পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি দাবি করেন, সে দেশের খাইবার-পাখতুনখোয়া ও গিলগিট-বালটিস্তানে সন্ত্রাসে ভারতীয় মদতের ‘অকাট্য প্রমাণ’ পেয়েছেন তাঁরা। সেই প্রমাণ রাষ্ট্রপুঞ্জে পেশ করা হবে। আজ জবাবে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, এ সব ভুয়ো তথ্যকে আন্তর্জাতিক দরবারে আমল দেওয়া হবে না বলেই মনে করে দিল্লি। সীমান্তপারের সন্ত্রাসে পাক মদতের কথা বিশ্ব জানে। বিশ্বের অন্য প্রান্তে জঙ্গি হানার সঙ্গে পাক-যোগের প্রমাণ পাওয়া গিয়েছে। ভারতের বিরুদ্ধে মিথ্যে প্রচার চালিয়ে পাকিস্তান সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন ও সন্ত্রাসে মদতকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement