Molestation

আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ গবেষকের, এফআইআর দায়ের

রবিবার পুলিশ জানিয়েছে, আলিগড় বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণ বিভাগে গবেষণা করছেন অভিযোগকারিণী। সিভিল লাইন্স থানায় গিয়ে তাঁর অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

আলিগড় শেষ আপডেট: ২৮ মে ২০২৩ ১৭:৪৪
Share:

অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। —প্রতীকী ছবি।

আলিগ়ড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন উত্তরপ্রদেশের ওই শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণারত এক ছাত্রী। তাঁকে হয়রানি করা হচ্ছে বলেও পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি। ওই অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে রবিবার সংবাদ সংস্থা সূত্রে খবর।

Advertisement

পুলিশ জানিয়েছে, আলিগড় বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণ বিভাগে গবেষণা করছেন অভিযোগকারিণী। সিভিল লাইন্স থানায় গিয়ে তাঁর অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।

সংবাদমাধ্যমের কাছে সিভিল লাইন্স থানার সার্কল অফিসার অশোক কুমার বলেন, ‘‘গবেষকের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় ওই অধ্যাপকের বিরুদ্ধে কেস দায়ের করা হয়েছে।’’ এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি, এর তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement