সোনার চেন ছিনতাই করেছিলেন দুই দুষ্কৃতী। ফাইল চিত্র।
ছিনতাই করা সোনার চেন বেমালুম গিলে ফেললেন যুবক! পুলিশের তাড়া খেয়ে তড়িঘড়ি চেনটি তিনি মুখে পুরে দেন। তাতেই বিপত্তি। চেনটি শরীরের ভিতর এমন ভাবে আটকে গিয়েছে যে, তা বার করতে বেগ পেতে হচ্ছে চিকিৎসকদেরও।
ঘটনাটি ঝাড়খণ্ডের রাঁচীর। পুলিশ জানিয়েছে, সলমন এবং জাফর নামের দুই ছিনতাইবাজ এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করেছিলেন। দু’জনেই ছিলেন মোটরবাইকে। চেন ছিনতাই করার পর দু’চাকায় গতি এনে সেখান থেকে পালিয়ে যান তাঁরা।
ছিনতাই করা সোনার চেন গিলে ফেলেছেন যুবক। ছবি: সংগৃহীত।
কিন্তু কিছু দূর যাওয়ার পর দুষ্কৃতীরা দেখতে পান, পুলিশ তাঁদের তাড়া করেছে। পাঁচ জন পুলিশকর্মী ওই মোটরবাইকটিকে ধাওয়া করেন। প্রায় এক কিলোমিটার তাড়া করার পর তাঁদের ধরেও ফেলে পুলিশ। তখনই পালানোর চেষ্টা করতে গিয়ে সোনার চেনটি গিলে ফেলেন সলমন।
যুবকের বুক এবং পেটের এক্স রে করানোর ব্যবস্থা করে পুলিশ। তাতে দেখা যায়, চেনটি তাঁর বুকের এক পাশে আটকে আছে। এর ফলে কিছু ক্ষণ পর বুকে ব্যথাও শুরু হয় যুবকের।
আপাতত বুকে জড়িয়ে থাকা চেন নিয়ে হাসপাতালে ভর্তি যুবক। তাঁকে সারা ক্ষণ নজরে রেখেছেন চিকিৎসকেরা। অস্ত্রোপচার করে ওই সোনার চেন যুবকের বুক থেকে বার করতে হবে বলে জানিয়েছেন তাঁরা। হাসপাতালে রয়েছে পুলিশি প্রহরাও।