অখিলেশ যাদব। —ফাইল চিত্র।
নরেন্দ্র মোদী-বিরোধী রাজনৈতিক দলগুলির একের পর এক বৈঠক এড়িয়ে যাচ্ছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। গত বছর লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধিতার যে চড়া সুর তাঁর মধ্যে দেখা গিয়েছিল, এক বছরে তা প্রায় উধাও। তবে দীর্ঘদিন পরে, ‘ধরি মাছ না ছুঁই পানি’ গোছের নীতি নিয়ে আজ উত্তরপ্রদেশের বিজেপি সরকারের মৃদু সমালোচনা করলেন অখিলেশ। কোভিড প্রসঙ্গে টুইট করে তাঁর মন্তব্য, ‘‘উত্তরপ্রদেশ সরকার করোনা পরীক্ষা করাতে দেরি করছে, ফলে প্রকৃত পরিস্থিতি জানা সম্ভব হচ্ছে না।’’
রাজনৈতিক সূত্রের খবর, সম্প্রতি কংগ্রেস ও তৃণমূলের তরফে বিজেপি-বিরোধী দলগুলির বৈঠকে সমাজবাদী পার্টির নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু একাধিকবার তিনি জানিয়ে দেন, তাঁর পক্ষে এই সব কর্মসূচিতে যোগ দেওয়া সম্ভব নয়। তাঁকে যেন অব্যহতি দেওয়া হয়। কেন তিনি বৈঠকে যোগ দেবেন না, তা-ও খোলসা করে জানাননি অখিলেশ।
বিএসপি নেত্রী মায়াবতীর পরিবারের একটি পুরনো সিবিআই মামলাকে জাগিয়ে তুলে, তাঁর উপর প্রবল চাপ তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে অখিলেশের বিরুদ্ধে মোদী সরকারের পক্ষ থেকে এমন কোনও পদক্ষেপ করা হয়েছে বলে প্রকাশ্যে কোনও বিতর্ক তৈরি হয়নি। তা সত্ত্বেও, বিরোধী নেতাদের অনেকেরই বক্তব্য, নামমাত্র বিরোধিতা ছাড়া প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রা কাড়তে দেখা যাচ্ছে না সমাজবাদী পার্টির নেতাকে। আজ অবশ্য অখিলেশ টুইট করে বলেছেন, ‘‘করোনা সংক্রমণ যখন শীর্ষে পৌঁছবে, তখন অতিমারির সঙ্গে লড়াইয়ের কী পরিকল্পনা রাজ্যের পক্ষ থেকে করা হয়েছে, তা জানানো উচিত।’’