Jake Sullivan and Ajit Doval

প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোভাল এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কথা! কোন বিষয় নিয়ে?

আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভানের সঙ্গে অজিত ডোভালের টেলিফোনে কথা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ঘটনাচক্রে, কয়েক সপ্তাহ আগেই ডোভালকে নোটিস পাঠিয়েছে আমেরিকার একটি আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১২:২০
Share:

জ্যাক সালিভান এবং অজিত ডোভাল। — ফাইল চিত্র।

ডোনাল্ড ট্রাম্প বনাম কমলা হ্যারিসের ভোটযুদ্ধের ফয়সালা হতে আর বাকি এক সপ্তাহ। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভানের সঙ্গে আঞ্চলিক সুরক্ষা-সহ একাধিক দ্বিপাক্ষিক সমন্বয় নিয়ে আলোচনা করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

Advertisement

নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে)-এর নেতা গুরুপতবন্ত সিংহ পান্নুনকে খুনের চেষ্টার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে কয়েক সপ্তাহ আগে ডোভালকে সমন পাঠিয়েছে নিউ ইয়র্কের একটি আদালত। এই আবহে বৃহস্পতিবার সালিভানের সঙ্গে ফোনে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সুরক্ষার পাশাপাশি ‘সবুজ শক্তি’ অর্থাৎ পরিবেশবান্ধব পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনে নয়াদিল্লি-ওয়াশিংটন যৌথ উদ্যোগের বিষয়েও ডোভালের আলোচনা হয়েছে বলে সরকারি সূত্রের খবর।

এর পাশাপাশি, দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার টেলিফোন আলাপচারিতায় ‘ইনিশিয়েটিভ অন ক্রিটিকাল অ্যান্ড এমার্জিং টেকনোলজি’ (আইসিইটি)-র আসন্ন ভারত মহাসাগরীয় অঞ্চল সংক্রান্ত দ্বিপাক্ষিক বৈঠকের প্রসঙ্গও এসেছে। উষ্ণায়ন নিয়ে গোটা বিশ্বেই ছড়িয়ে আছে উদ্বেগ। সেই সঙ্কট থেকে মুক্তির একটি উপায়, পরিবেশে কার্বন নির্গমন কমানো। অপ্রচলিত ও দূষণহীন শক্তি উৎপাদন। ভারতের মতো জনবহুল দেশে এই দূষণ আরও বেশি এবং সেই কারণেই বিকল্প বিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনা ও ক্ষেত্র রয়েছে ভারতে। এখানে যেমন রয়েছে ভূ-প্রাকৃতিক বৈচিত্র, তেমনই অন্য দিকে শ্রমিকের মজুরি কম হওয়ায় উৎপাদন খরচও কম। তাই এই অপ্রচলিত ক্ষেত্রে বিনিয়োগে রয়েছে বিপুল সম্ভাবনা ও ভবিষ্যৎ। সেই সম্ভাবনার কথা উল্লেখ করেই ভারতের সঙ্গে এই অপ্রচলিত তথা দূষণমুক্ত শক্তির ক্ষেত্রে আরও নিবিড় ভাবে কাজ করতে আগ্রহী আমেরিকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement