Mumbai

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ এয়ার ইন্ডিয়ার পাইলটের বিরুদ্ধে

পুলিশ সূত্রে খবর, ৩৩ বছরের এয়ার ইন্ডিয়ার বিমানচালক অক্ষত শেট্টির বিরুদ্ধে ধর্ষণ তথা বিশ্বাসভঙ্গের অভিযোগ করেছেন অন্ধেরির বাসিন্দা এক মডেল তথা টেলিভিশনের অভিনেত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ১১:১২
Share:

প্রতীকী ছবি।

এয়ার ইন্ডিয়ার এক বিমানচালকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ করলেন মুম্বইয়ের এক অভিনেত্রী। সোমবার ওশিওয়ারা থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযুক্তকে গ্রেফতার না করলেও তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ৩৩ বছরের এয়ার ইন্ডিয়ার বিমানচালক অক্ষত শেট্টির বিরুদ্ধে ধর্ষণ তথা বিশ্বাসভঙ্গের অভিযোগ করেছেন অন্ধেরির বাসিন্দা এক মডেল তথা টেলিভিশনের অভিনেত্রী। পুলিশের কাছে তাঁর অভিযোগ, দিন দশেক আগে ওই অভিনেত্রীকে ফোন করে দেখা করতে বলেন অক্ষত। এর পর ওই অভিনেত্রীর বাড়িতে যান তিনি। সেখানে তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার ধর্ষণ করেন।

পুলিশ জানিয়েছে, একটি ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমে দু’জনের আলাপ হয়। পরিচয় পর্বের পর তাঁদের মধ্যে প্রায়শই ফোন কথা হত। সোশ্যাল মিডিয়াতেও চ্যাট করতেন তাঁরা দু’জনে। অভিযোগ, বিয়ের প্রসঙ্গ উঠলেই তা এড়িয়ে যেতেন অক্ষত। তবে দিন দশেক আগে তাঁর বাড়িতে এসে দেখা করার পর অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দেন তিনি। এর পর একাধিক বার ধর্ষণ করেন তাঁকে। এ বিষয়ে মুখ খুললে তার ফল ভাল হবে না বলেও হুমকি দেন অক্ষত। এমনকি, অভিযুক্ত তাঁকে খুনেরও হুমকি দিয়েছেন বলে দাবি অভিনেত্রীর। ওই ঘটনার পর সেখান থেকে পালিয়ে যান অক্ষত।

Advertisement

অভিনেত্রীর দাবি, দিন দশেক আগেকার ওই ঘটনার পর তাঁর সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেন অক্ষত। এমনকি, বিয়ের প্রসঙ্গ উঠলেও তা এড়িয়ে যেতে থাকেন তিনি। এর পর পুলিশে অভিযোগ করার সিদ্ধান্ত নেন ওই অভিনেত্রী।

অক্ষতের বিরুদ্ধে ধর্ষণ, বিশ্বাসভঙ্গ ছাড়া প্রতারণার অভিযোগও করেছেন অন্ধেরির ওই যুবতী। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, ওই যুবতীর সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement