Air India

Air India: আবার এয়ার ইন্ডিয়ায় বিপত্তি! দুবাই-কোচি উড়ানের জরুরি অবতরণ মুম্বইয়ে

এ বার দুবাই-কোচির একটি বিমান আপদকালীন পরিস্থিতিতে জরুরি অবতরণ করল মুম্বই বিমানবন্দরে। বৃহস্পতিবার সন্ধ্যার ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৯:৫০
Share:

আবার বিমানে বিপত্তি! ফাইল চিত্র।

আবার এয়ার ইন্ডিয়ার উড়ানে বিপত্তি। এ বার দুবাই-কোচির একটি বিমান আপদকালীন পরিস্থিতিতে জরুরি অবতরণ করল মুম্বই বিমানবন্দরে। বৃহস্পতিবার সন্ধ্যার ঘটনা। পাইলট জানান, বিমানের ভিতরে চাপ কমে যাওয়ায় এই বিপত্তি। যদিও বিমানে থাকা প্রত্যেক যাত্রী সুরক্ষিত রয়েছেন বলে খবর।

Advertisement

গত কয়েক দিনে বার বার বিমান-বিভ্রাটের ঘটনা সামনে এসেছে। এর আগে গত রবিবারকালিকট-দুবাই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান নামানো হয় মাসকাটে। সে দিনই ইন্ডিগোর একটি বিমানে বিপত্তি ঘটায় শারজাহ-হায়দরাবাদ বিমানকে করাচির বিমানবন্দরে নামানো হয়।

সংবাদ সংস্থা সূত্রে খবর, বোয়িং ৭৮৭-এর বিমানটিতে বিপত্তি ঘটার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন পাইলটরা। তাঁদের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিমানটি।ইতিমধ্যে অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক (ডিজিসিএ) এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement