air force

Air Force: মাঝআকাশে বিপর্যয়, রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ বিমান, মৃত্যু হল দুই পাইলটের

বারমারের ভিমদা গ্রামে প্রায় অর্ধেক কিলোমিটার এলাকা জুড়ে পড়ে রয়েছে বিমানটির ধ্বংসাবশেষ। সংবাদ সংস্থা পিটিআই-কে এ কথা জানান জেলাশাসক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ২৩:০৫
Share:

ছবি- পিটিআই

মাঝআকাশ থেকে আচমকাই ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ বিমান। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ রাজস্থানের বারমার জেলায় ঘটনাটি ঘটেছে। বারমারের ভিমদা গ্রামে প্রায় অর্ধেক কিলোমিটার এলাকা জুড়ে পড়ে রয়েছে বিমানটির ধ্বংসাবশেষ। সংবাদ সংস্থা পিটিআই-কে এই খবর দিয়েছেন বারমারের জেলাশাসক লোক বান্দু।

Advertisement

স্থানীয় সূত্রে বিমান ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে যান জেলাশাসক, পুলিশ সুপার এবং বায়ুসেনার আধিকারিকেরা। বায়ুসেনা সূত্রে খবর, বিমানে দু’জন পাইলট ছিলেন। দু’জনেরই মৃত্যু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement