—প্রতীকী ছবি।
ভারতীয় বায়ুসেনার সিভিল ইঞ্জিনিয়ারকে গুলি করে খুনের অভিযোগ উঠল। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে এনএন মিশ্র নামে ওই ব্যক্তির সরকারি বাসভবনে প্রবেশ করে গুলি করে খুন করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
নিহতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ৩টে নাগাদ এক ব্যক্তি মিশ্রের বাংলোর বাইরে বাগানে দাঁড়িয়ে তাঁকে ডাক দেন। ডাক শুনে মিশ্র ঘরের জানলা খোলেন। তখনই তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতী গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ।
পুলিশ মনে করছে, খুনের উদ্দেশ্যেই মিশ্রের সরকারি বাংলোয় এসেছিল দুষ্কৃতী। বাড়ি এবং আশপাশের এলাকায় বসানো সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের স্ত্রী এবং পুত্রের বয়ানও নেওয়া হয়েছে। ঘটনাস্থলে গিয়ে ফরেন্সিক নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।