ছবি সংগৃহীত
লোকসভা সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির দলের এক নেতাকে কুপিয়ে খুন করা হল তাঁরই খাস তালুকে। অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন(এআইএমআইএম) বা মিমের ওই নেতার নাম আসাদ খান। বয়স ৪০। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রতিশোধ নিতেই খুন করা হয়েছে তাঁকে।
বৃহস্পতিবার সকালে হায়দরাবাদের ব্যস্ত রাস্তায় বাইক-আরোহী আসাদকে ধাওয়া করে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, রাজনীতিতে আসার আগে অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিলেন খান। বৃহস্পতিবারের ঘটনাটির সঙ্গে আসাদের পুরনো অপরাধ জগতের যোগ রয়েছে বলেই অনুমান পুলিশের।
হায়দরাবাদের শাস্ত্রীপুরম রোডে ঘটনাটি ঘটে। হায়দরাবাদের মইলারাদেবপল্লী থানার অধীন ভট্টাপল্লীর এই এলাকাটি মিমের প্রধান আসাদউদ্দিনের খাস তালুক। আসাদ তাঁরই দলের নেতা। বৃহস্পতিবার প্রায় সঙ্গে সঙ্গেই ওসমানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় আসাদকে। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, এর আগে আসাদ খুনের মামলাতে গ্রেফতারও হয়েছেন। তাঁর বিরুদ্ধে পুলিশের রেকর্ডে বহু অপরাধ মামলাও রয়েছে।