Citizenship Amendment Act

সিএএ-র সমর্থনে চিঠি লেখানোর নালিশ স্কুলে

চিঠিটিতে লেখা হয়, ‘‘আমি ভারতের নাগরিক হিসাবে নাগরিকত্ব আইনের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাচ্ছি। আমি ও আমার পরিবার এই আইনকে সমর্থন করি।’’

Advertisement

স‌ংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ০৩:১১
Share:

প্রতীকী ছবি।

নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে পড়ুয়াদের দিয়ে চিঠি লেখানোয় বিতর্কের মুখে পড়ল আমদাবাদের একটি স্কুল। এই নিয়ে অভিভাবকেরা প্রতিবাদ জানালে পরে আবার ক্ষমা চান স্কুল কর্তৃপক্ষ।

Advertisement

চিঠিটিতে লেখা হয়, ‘‘আমি ভারতের নাগরিক হিসাবে নাগরিকত্ব আইনের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাচ্ছি। আমি ও আমার পরিবার এই আইনকে সমর্থন করি।’’ অভিযোগ, এই চিঠি ব্ল্যাকবোর্ডে লিখে তা দেখে দেখে পড়ুয়াদের পোস্টকার্ডে লিখতে বলেন শিক্ষকেরা। পঞ্চম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের এই নির্দেশ দেওয়া হয়। অভিভাবকদের অভিযোগ, দশম শ্রেণির পড়ুয়াদের বলা হয়, চিঠি না লিখলে তাদের পরীক্ষার নম্বর কেটে নেওয়া হবে। ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার মা বলেছেন, ‘‘মঙ্গলবার সন্ধ্যাবেলা জানতে পারি স্কুলে সিএএ-র সমর্থনে মোদীকে চিঠি লিখতে বলা হয়েছে। আমার মেয়ে এ সবের কিছুই বোঝে না। জোর করে ওকে দিয়ে এই কাজ করানো হচ্ছে।’’

এর প্রতিবাদে বুধবার স্কুলে জড়ো হন অভিভাবকেরা। বাধ্য হয়ে কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে চিঠিগুলি তাঁদের হাতে তুলে দেন। কর্তৃপক্ষ জানান, কোনও দলের চাপে এই কাজ করেননি তাঁরা। স্কুলটির মালিকের কথায়, ‘‘কিছু কিছু ক্লাসের শিক্ষকেরা ছাত্রছাত্রীদের দিয়ে চিঠি লেখান। জানতাম না এমন কিছু হচ্ছে। পোস্টকার্ডগুলি অভিভাবকদের ফিরিয়ে দিয়েছি। তাঁরা সেগুলি ছিড়ে ফেলেছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement