Ahmedabad

Ahmedabad: ছেলেকে খুনের দায়ে জেলে, তাঁরই শেষকৃত্যের জন্য বাবাকে এক দিনের জামিন দিল আদালত

মাদকাসক্ত ছেলেকে খুন করার পর তাঁর দেহ টুকরো করে কেটে শহরের বিভিন্ন জায়গায় ফেলে দেওয়ার অভিযোগে গত মাসেই গ্রেফতার হয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৭:০৮
Share:

প্রতীকী ছবি।

ছেলেকে খুনের দায়ে জেল খাটছেন বাবা। সেই ছেলের শেষকৃত্যের জন্য বাবাকে এক দিনের জামিন দিল আমদাবাদের আদালত।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম নীলেশ জোশী। বছর পঁয়ষট্টির নীলেশ ট্র্যাফিক পুলিশের প্রাক্তন ইনস্পেক্টর। মাদকাসক্ত ছেলেকে খুন করার পর তাঁর দেহ টুকরো করে কেটে শহরের বিভিন্ন জায়গায় ফেলে দেওয়ার অভিযোগে গত মাসেই গ্রেফতার হয়েছিলেন।

মেট্রোপলিটন আদালতে নীলেশকে হাজির করানো হলে বিচারকের কাছে তিনি আর্জি জানান, ছেলের শেষকৃত্যের সময় যেন হাজির থাকার অনুমতি দেওয়া হয় তাঁকে। কিন্তু তাঁর সেই আর্জি খারিজ করে দেন বিচারক। এর পর নগর-দায়রা আদালতে একই আর্জি জানিয়ে আবেদন করেন নীলেশ। যে হেতু নীলেশের আর কোনও আত্মীয় নেই ছেলের শেষকৃত্য করার জন্য, সে দিকটা বিচার করেই আদালত তাঁকে এক দিনের জামিন দিয়েছে।

Advertisement

আদালত নির্দেশ দিয়েছে, ছেলের শেষকৃত্য সেরেই ফের সাবরমতী জেলে ফিরতে হবে নীলেশকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement