Ahmed Patel

আহমেদের বাড়িতে ইডি

সূত্রের খবর, স্টার্লিং বায়োটেকের ৮,১০০ কোটি টাকা দুর্নীতির যে তদন্ত ইডি চালাচ্ছে, এ দিনের জিজ্ঞাসাবাদ তারই অঙ্গ ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুন ২০২০ ০১:১৬
Share:

আহমেদ পটেল। ছবি: সংগৃহীত।

এর আগে দু’বার দফতরে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কিন্তু লকডাউনের ফলে যেতে না-পারায় বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ পটেলের দিল্লির বাড়িতে গিয়ে শনিবার জিজ্ঞাসাবাদ করলেন ইডি-র অফিসারেরা। আর তা নিয়ে সরগরম রাজধানীর রাজনীতি। সনিয়া গাঁধীর ডান হাত আহমেদ পটেল শুধু নিজের দলের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতাই নন, নরেন্দ্র মোদী-অমিত শাহের গুজরাতে বিজেপির পয়লা নম্বর প্রতিদ্বন্দ্বী। রাজ্যসভার নির্বাচনে পটেলকে হারাতে আমদাবাদে ঘাঁটি গেড়ে থেকেও ব্যর্থ হয়েছিলেন তখনকার বিজেপি সভাপতি অমিত শাহ। এ দিনও জেরার বিষয়টিকে মোদী-শাহের ষড়যন্ত্র বলেই দাবি করেছেন পটেল।

Advertisement

শনিবার সকালে ইডি-র তিন জন অফিসার পটেলের বাড়িতে যান। দীর্ঘক্ষণ পরে তাঁরা বেরিয়ে আসেন। সূত্রের খবর, স্টার্লিং বায়োটেকের ৮,১০০ কোটি টাকা দুর্নীতির যে তদন্ত ইডি চালাচ্ছে, এ দিনের জিজ্ঞাসাবাদ তারই অঙ্গ ছিল। তাঁর বয়ান রেকর্ড করা ছাড়া পরে নিজেদের দফতরে পটেলকে দেখা করতেও বলেছেন ইডি-র অফিসারেরা। ইডি সূত্রের খবর, স্টার্লিং বায়োটেকের কর্ণধার চেতন ও নিতিন সন্দেশেরার সঙ্গে কংগ্রেস ও পটেলের যোগাযোগের বিষয়েই এ দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিজেপির অভিযোগ, কংগ্রেসের তহবিলে মোটা টাকা অনুদান দিয়েছিলেন সন্দেশেরারা। আহমেদ পটেল এ দিন দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা নিতেই তাঁর বাড়িতে ইডি-কে পাঠিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement