Maharashtra Assembly Election 2024

এ বার কমিশনের তল্লাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিন্ডের কপ্টারে! ব্যাগ খুলে খোঁজা হল টাকা

ঘটনাচক্রে, গত তিন দিনে এই নিয়ে মহারাষ্ট্রে তিন হেভিওয়েট নেতার কপ্টারে নির্বাচন কমিশনের তল্লাশি হল— উদ্ধব ঠাকরে, নিতিন গডকড়ী এবং একনাথ শিন্ডের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২০:২৩
Share:

একনাথ শিন্ডের কপ্টারে কমিশনের তল্লাশি। ছবি: পিটিআই।

শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ীর পরে এ বার নির্বাচন কমিশনের নিশানায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। বুধবার কোঙ্কণ উপকূলের পালঘরে ভোট-প্রচারে যাওয়ার সময় তাঁর কপ্টারে তল্লাশি করলেন কমিশনের আধিকারিকরা।

Advertisement

শিন্ডের কপ্টারে ঢুকে তাঁর ব্যাগ এবং অন্যান্য লাগেজ পরীক্ষা করা হয়েছে বলে কমিশনের একটি সূত্র জানাচ্ছে। ঘটনাচক্রে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে সম্প্রতি অভিযোগ করেছিলেন শিন্ডে তাঁর দলের প্রার্থীদের বিলি করার জন্য সুটকেস ভর্তি কালো টাকা নিয়ে প্রচারে বেরোচ্ছেন। তার পর দু’বার উদ্ধবের কপ্টারে তল্লাশি চালিয়েছিল কমিশন।

ঘটনাচক্রে, গত তিন দিনে এই নিয়ে মহারাষ্ট্রে তিন হেভিওয়েট নেতার কপ্টারে কমিশনের তল্লাশি হল। সোমবার উদ্ধব যভতমল জেলায় ওয়ানিতে প্রচারে যাওয়ার সময় তাঁর ব্যাগে তল্লাশি চালানো হয়েছিল। এর পরে তিনি বলেছিলেন, ‘‘এর পরে কি একই ভাবে কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শাসক শিবিরের সিনিয়র নেতাদের ব্যাগও পরীক্ষা করবে?’’ এর পর মঙ্গলবার লাতুরে ফের উদ্ধবের কপ্টারে তল্লাশি হয়।

Advertisement

বুধবার সকালে বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডক়ড়ীর কপ্টারে তল্লাশি চালায় কমিশনের ‘টিম’। লাতুরে প্রচারসভায় গিয়েছিলেন গডকড়ী। সেখানে তাঁর কপ্টারে তল্লাশি চালানো হয়। গডকড়ী এবং শিন্ডের কপ্টারে সমাজমাধ্যমে বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। প্রসঙ্গত, আগামী ২০ নভেম্বরে এক দফায় মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। গণনা ২৩ নভেম্বর। মূল লড়াই বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে)-এনসিপি (অজিত)-এর জোট ‘মহাজুটি’এবং কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি (শরদ)-এর ‘মহাবিকাশ আঘাড়ী’র মধ্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement