জমি অধিগ্রহণ, নদী ভাঙন রোধ, এনআরসি সংশোধন নিয়ে হয়রানি এবং জাতীয় সড়ক মেরামতির দাবিতে আন্দোলন শুরু করল করিমগঞ্জ সিপিএম।
দলের করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক নির্মল দে কেন্দ্রীয় সরকারের জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘‘করিমগঞ্জের আনিপুর এলাকায় সিংলা নদীর বাঁধ সংস্কারের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ দেখানো হয়। কিন্তু কাজ কিছুই হয় না। লঙ্গাই ও কুশিয়ারা নদীর বাঁধ মেরামতির নামেও অবাধে দুর্নীতি চলছে।’’ তাঁর বক্তব্য— প্রতি বার নদীবাঁধ ভেঙে যাওয়ায় প্রচুর জমির ফসল ভেসে যায়। তুমুল দুরবস্থায় পড়েন কৃষকরা। কিন্তু তাঁরা সরকারি ক্ষতিপূরণ পান না।