এই ছবি বাইরে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ছবি: সংগৃহীত।
স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান শেষে নিষিদ্ধ মাদক ‘পরিবেশন’ করার অভিযোগ রাজস্থানের বাড়মের জেলার এক সরকারি স্কুলের বিরুদ্ধে। ব্লকের মুখ্য শিক্ষা আধিকারিক ওমপ্রকাশ বিষ্ণোইকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম জানায়, বাড়মের গুড়ামালানীর একটি স্কুলে আফিম এবং পোস্তর ভুষি দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রশাসনিক স্তরে শোরগোল শুরু হয়েছে। কে এই ঘটনার পিছনে রয়েছে তার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে পড়ুয়া এবং শিক্ষকদের বয়ান রেকর্ড করা হয়েছে।
সূত্রের খবর, স্বাধীনতা দিবসে অনুষ্ঠান পালনের পর পড়ুয়ারা বাড়ি ফিরে গিয়েছিলেন। তার পরই এই নিষিদ্ধ মাদক পরিবেশন করা হয়েছে। তবে সেখানে কারা ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। ওই আধিকারিক জানিয়েছেন, খবর পেয়ে তাঁরা যখন ওই স্কুলে পৌঁছন, তখন কাউকেই দেখা যায়নি। তবে তাঁরা অভিযোগ পেয়েছেন। তার তদন্ত শুরু হয়েছে।