Congress

Congress: তিন প্রার্থীই বহিরাগত, রাজ্যসভা ভোটের আগে ফের বিদ্রোহের আঁচ রাজস্থান কংগ্রেসে

রাজস্থান থেকে হরিয়ানার রণদীপ সিংহ সুরজেওয়ালা, মহারাষ্ট্রের মুকুল ওয়াসনিক এবং উত্তরপ্রদেশের প্রমোদ তিওয়ারিকে প্রার্থী করেছে কংগ্রেস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১৮:৩২
Share:

প্রতীকী ছবি।

রাজ্যসভা ভোটে প্রার্থী ঘোষণার পরেই বিদ্রোহের আঁচ রাজস্থান কংগ্রেসে। দলের তরফে ভিনরাজ্যের তিন নেতাকে প্রার্থী করায় প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের উপদেষ্টা তথা বিধায়ক সনম লোধা। টুইটারে তিনি লিখেছেন, ‘কংগ্রেস নেতৃত্ব জানাক, রাজস্থান থেকে কাউকে প্রার্থী না করার কারণ কী?’

রাজস্থান থেকে রাজ্যসভা ভোটে হরিয়ানার নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা, মহারাষ্ট্রের মুকুল ওয়াসনিক এবং উত্তরপ্রদেশের প্রমোদ তিওয়ারিকে প্রার্থী করেছে কংগ্রেস। গহলৌত শিবিরের একাংশের অভিযোগ, বহিরাগত নেতাদের প্রার্থী করার নেতিবাচক প্রভাব পড়বে। আগামী বছর মরুরাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে অন্তর্কলহের জেরে দল বিপাকে পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Advertisement

আগামী ১০ জুন রাজস্থানে ৪টি রাজ্যসভা আসনে ভোট হবে। পরিষদীয় পাটিগণিতের হিসেবে কংগ্রেসের দু’টি এবং বিজেপির একটিতে সরাসরি জেতার কথা। চতুর্থ আসনটিতে দ্বিতীয় পছন্দের ভোটে ফলাফল নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, এর আগে ২০২০-র জুলাইয়ে গহলৌত এবং সচিন পাইলট শিবিরের দ্বন্দ্বের জেরে রাজস্থান কংগ্রেসের ফাটল প্রকাশ্যে এসেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement