Ayodhya

রামমন্দিরের অনুষ্ঠানে আমন্ত্রিত আডবাণীরাও

সঙ্ঘ প্রধান মোহন ভাগবতকেও উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। আমন্ত্রিতের তালিকায় রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও।

Advertisement

সংবাদ সংস্থা

অযোধ্যা শেষ আপডেট: ২১ জুলাই ২০২০ ০৬:১০
Share:

প্রতীকী ছবি

রুপোর তৈরি চল্লিশ কেজি ওজনের বিরাট ইট মাটিতে পুঁতে অযোধ্যায় রামমন্দির নির্মাণের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫ অগস্ট ভুমি পূজার অনুষ্ঠানে রামমন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশী, উমা ভারতীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সঙ্ঘ প্রধান মোহন ভাগবতকেও উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। আমন্ত্রিতের তালিকায় রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। সোমবার রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে এ কথা জানানো হয়েছে। ট্রাস্টের সভাপতি নিত্যগোপাল দাস জানিয়েছেন, অগস্টের ৩ তারিখ থেকেই অনুষ্ঠান শুরু হবে। করোনা পরিস্থিতিতে অনুষ্ঠানে ৫০ জনের বেশি অতিথি উপস্থিত থাকতে পারবেন না। অযোধ্যার মানুষ যাতে দূর থেকে অনুষ্ঠান দেখতে পারেন, সে জন্য বিরাট স্ক্রিনের বন্দোবস্ত করা হচ্ছে। এরই মধ্যে সোমবার শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করেছেন, রামমন্দির নির্মাণের জন্য সব বাধা দূর করেছে তাঁর দল। রাউতের

Advertisement

দাবি, রাজনীতির স্বার্থ নিয়ে নয়, হিন্দুত্বের বিশ্বাস থেকেই অযোধ্যাকে দেখেছে শিবসেনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement