Death

দিল্লিতে গাড়ির ধাক্কায় মৃত এসিপি

দক্ষিণ-পশ্চিম দিল্লির রাজকরি উড়ালপুলের কাছে গত কাল রাত সাড়ে ৮টা নাগাদ যান নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন ৫৮ বছরের সঙ্কেত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২০ ০৪:১৪
Share:

প্রতীকী ছবি।

কর্তব্যরত অবস্থায় পথদুর্ঘটনায় মৃত্যু হল দিল্লির ট্র্যাফিক পুলিশের এসিপি-র। গত কাল রাতে তিনি যখন যান নিয়ন্ত্রণ করেছিলেন, তখন একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় পুলিশ অফিসার সঙ্কেত কৌশিককে এমসে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

দক্ষিণ-পশ্চিম দিল্লির রাজকরি উড়ালপুলের কাছে গত কাল রাত সাড়ে ৮টা নাগাদ যান নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন ৫৮ বছরের সঙ্কেত। কয়েকদিনের বৃষ্টিতে ওই এলাকায় জল দাঁড়িয়ে গিয়েছিল। ফলে সেখানে গাড়ির গতি শ্লথ হয়ে যাওয়ায় যানজট তৈরি হচ্ছিল। ওই যানজট নিয়্ন্ত্রণ করতে গিয়েছিলেন ওই এসিপি। আচমকা দ্রুত গতিতে আসা একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে সঙ্কেত সরে যাওয়ার সময় পাননি। তাঁর সঙ্গে থাকা পুলিশকর্মীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় এসিপি তাঁদের থেকে কিছুটা দূরে ছিলেন। গাড়িটি পিছন থেকে সঙ্কেতকে ধাক্কা মেরে গুরুগ্রামের দিকে চলে যায়। তাঁকে এমসের ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। অজমেঢ়ের বাসিন্দা ওই পুলিশ অফিসারকে ধাক্কা মারার পরেই গাড়ি নিয়ে পালায় চালক। পুলিশ গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে। তদন্তকারীরা জানান, দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের সন্দেহ, মিনি-ট্রাক জাতীয় কোনও গাড়ি ধাক্কা মেরেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement