National News

অবসর নসীম জৈদীর, মুখ্য নির্বাচন কমিশনার অচলকুমার

মঙ্গলবার অচলকুমারকে দেশের নির্বাচন কমিশনের সর্বোচ্চ পদাধিকারী হিসেবে নিয়োগ করে মোদী সরকার। মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে আগামিকালই অবসর নিচ্ছেন নসীম জৈদী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৭ ২০:০৮
Share:

গুজরাতের মুখ্যসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন ৬৪ বছরের অচলকুমার জ্যোতি। —ফাইল চিত্র।

দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন অচলকুমার জ্যোতি। তিনি নসীম জৈদীর স্থলাভিষিক্ত হলেন। মঙ্গলবার অচলকুমারকে দেশের নির্বাচন কমিশনের সর্বোচ্চ পদাধিকারী হিসেবে নিয়োগ করে মোদী সরকার। মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে আগামিকালই অবসর নিচ্ছেন নসীম জৈদী। কেন্দ্রীয় আইন মন্ত্রক সূত্রে খবর, বৃহস্পতিবার, ৬ জুলাই কার্যভার গ্রহণ করবেন অচলকুমার।

Advertisement

আরও পড়ুন

‘গো-রক্ষার নামে মানুষ পেটানো হিন্দুত্ব বিরোধী’, সরব শিবসেনাও

Advertisement

২০১৫-র ৮ মে তিন সদস্যের নির্বাচন কমিশনে যোগ দেন ১৯৭৫ ব্যাচের আইএএস অফিসার অচলকুমার। নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সে রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন ৬৪ বছরের এই আমলা। ২০১৩-য় সেই পদ থেকে অবসর নেন তিনি। আগামী বছরের ১৭ জানুয়ারি পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে কাজ করবেন তিনি। গুজরাতের ভিজিল্যান্স অফিসার-সহ রাজ্যের শিল্প, রাজস্ব ও জল সরবরাহ দফতরের সচিব হিসেবেও কাজ করেছেন অচলকুমার। এ ছাড়া, সর্দার সরোবর দামোদর নিগমের ম্যানেজিং ডিরেক্টর-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement