আবগারি দুর্নীতি মামলার ধৃত আপ নেতা মণীশ সিসৌদিয়া। ফাইল চিত্র।
মণীশ সিসৌদিয়ার গ্রেফতারির প্রতিবাদে দিল্লি জুড়ে ‘নুক্কড় সভা’ করবে আম আদমি পার্টি (আপ)। শুক্রবার এ কথা জানিয়েছেন দিল্লির ‘আপ’ আহ্বায়ক তথা মন্ত্রী গোপাল রাই। তিনি বলেন, ‘‘বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদে আজ থেকে ধারাবাহিক ভাবে দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্র জুড়ে নুক্কড় সভা করবেন আপ নেতা-কর্মীরা।’’
দিল্লিতে মোট আড়াই হাজার নুক্কড় সভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন গোপাল। প্রসঙ্গত,আবগারী দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে দফায় দফায় প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে গত রবিবার (২৬ ফেব্রুয়ারি) সিসৌদিয়াকে গ্রেফতার করে সিবিআই। এর পরে মঙ্গলবার জেল থেকেই দিল্লির উপমুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন তিনি।
আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল ইতিমধ্যেই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগিয়ে বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন। যদিও কেজরীকে পাঠানো ইস্তফাপত্রে সিসৌদিয়া লিখেছেন, ‘‘আমি নই, ওদের (বিজেপি) আসল লক্ষ্য অরবিন্দ কেজরীওয়াল।’’