সেই বিতর্কিত ধর্মান্তরণ সভায় রাজেন্দ্রর বক্তৃতা। ফাইল চিত্র।
ধর্মান্তরণের সভায় হাজির হয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে অরবিন্দ কেজরীওয়াল মন্ত্রিসভার সদ্য-পদত্যাগী সদস্য রাজেন্দ্র পাল গৌতমকে সোমবার নোটিস পাঠাল দিল্লি পুলিশ। ওই নোটিসে আম আদমি পার্টি (আপ) বিধায়ক রাজেন্দ্রকে মঙ্গলবার থানায় হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত বুধবার দিল্লিতে একটি গণধর্মান্তরণের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজেন্দ্র একটি ভাইরাল ভিডিয়োতে (যার সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি) তাঁকে বলতে শোনা যায়, ‘‘ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরে আর কোনও বিশ্বাস থাকবে না। আমি তাদের পুজোও করব না। রাম এবং কৃষ্ণতেও আমার কোনও বিশ্বাস থাকবে না।’’ ওই ঘটনার পর আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়ালের বিরুদ্ধে হিন্দু-বিরোধী প্রচারের পৃষ্ঠপোষকতা করার অভিযোগ তোলে বিজেপি। গত সপ্তাহে কেজরীর গুজরাত সফরের সময় বিক্ষোভও দেখায় পদ্ম-শিবির।
বিতর্কের জেরে রবিবার দিল্লির সমাজকল্যাণমন্ত্রী রাজেন্দ্র ইস্তফা দেন। সেই সঙ্গে দলনেতাকে ‘ক্লিনচিট’ দিয়ে তিনি বলেন, ‘‘আমি যে ওই কর্মসূচিতে (গণ ধর্মান্তরণ) হাজির থাকব, সে বিষয়ে মুখ্যমন্ত্রী কেজরীওয়ালকে কিছু জানাইনি। তিনি এ বিষয়ে অবহিতও ছিলেন না।’’ দিল্লি পুলিশের একটি সূত্রে জানাচ্ছে, রাজেন্দ্রর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা অভিযোগ উঠেছে। এ বিষয়ে তাই তাঁর ব্যাখ্যা জানতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে।