Delhi Assembly Election 2025

কেজরীওয়ালের দল আরও ভাঙবে, কংগ্রেসে যোগ দিয়ে বললেন দিল্লির আপ বিধায়ক আব্দুল রহমান

আগামী বছর ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা ভোট হওয়ার কথা। সে ক্ষেত্রে ডিসেম্বরের শেষে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। কেজরীর দল দু’দফায় ৩৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৬
Share:

বাঁ দিকে অরবিন্দ কেজরীওয়াল, ডান দিকে আব্দুল রহমান। —ফাইল ছবি।

টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিলেন দিল্লির আপ বিধায়ক আব্দুল রহমান। দল বদলের পরে বুধবার তাঁর ঘোষণা— ‘‘বিধানসভা ভোটের আগে দিল্লিতে অরবিন্দ কেজরীওয়ালের দল আরও ভাঙবে। কারণ, পুরনো, বিশ্বস্ত নেতাদের বঞ্চনা করে দলছুটদের টিকিট দিচ্ছেন আপ নেতৃত্ব।’’

Advertisement

২০২০ সালের বিধানসভা ভোটে উত্তর-পূর্ব দিল্লির সীলমপুর আসন থেকে জয়ী হয়েছিলেন রহমান। সেখানে এ বার কেজরীর দল প্রার্থী করেছে চৌধরি জুবের আহমেদকে। ঘটনাচক্রে, গত অক্টোবরে কংগ্রেস ছেড়ে সস্ত্রীক আপে যোগ দিয়েছিলেন জুবের। তাঁর বাবা মতিন দিল্লির পাঁচ বারের কংগ্রেস বিধায়ক ছিলেন।

আগামী বছর ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা ভোট হওয়ার কথা। সে ক্ষেত্রে ডিসেম্বরের শেষে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। কেজরীর দল ইতিমধ্যেই দু’দফায় ৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। তার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ কংগ্রেস বা বিজেপি ছেড়ে আসা নেতা। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ। বিজেপি পেয়েছিল আটটি আসন। আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরী সাড়ে ন’বছর মুখ্যমন্ত্রিত্ব সামলানোর পরে গত সেপ্টেম্বরে ইস্তফা দেন। তাঁর স্থলাভিষিক্ত হন অতিশী। লোকসভা ভোটে দিল্লিতে আপ-কংগ্রেস সমঝোতা করে লড়লেও সাতটি আসনেই জিতেছে বিজেপি। কেজরী বুধবার ফের জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে নয়, একার শক্তিতেই দিল্লি বিধানসভা ভোটে লড়বে আপ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement