অভিযোগ, পাল্টা অভিযোগে চড়ছে ভুয়ো ডিগ্রির পারদ

দলের নেতা-মন্ত্রীদের ভূয়ো ডিগ্রি বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না আম আদমি পার্টিকে। ভুয়ো ডিগ্রি পেশের অভিযোগে দলের এক মন্ত্রী গ্রেফতার হয়ে যখন জেল খাটছেন, তখন একই অভিযোগ উঠল আপের আরও দুই বিধায়কের বিরুদ্ধে। দিন কয়েক আগে দিল্লি বিজেপির নেতা কর্ণ সিংহ তানওয়ার তথ্যের অধিকার আইনে আপ বিধায়ক সুরিন্দর সিংহের পেশ করা ডিগ্রির সত্যতা জানতে চান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ১৫:৩৩
Share:

দলের নেতা-মন্ত্রীদের ভূয়ো ডিগ্রি বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না আম আদমি পার্টিকে। ভুয়ো ডিগ্রি পেশের অভিযোগে দলের এক মন্ত্রী গ্রেফতার হয়ে যখন জেল খাটছেন, তখন একই অভিযোগ উঠল আপের আরও দুই বিধায়কের বিরুদ্ধে।

Advertisement

দিন কয়েক আগে দিল্লি বিজেপির নেতা কর্ণ সিংহ তানওয়ার তথ্যের অধিকার আইনে আপ বিধায়ক সুরিন্দর সিংহের পেশ করা ডিগ্রির সত্যতা জানতে চান। কর্ণের অভিযোগ, দিল্লি ক্যান্টনমেন্টের বিধায়ক সুরিন্দর নির্বাচনী হলফনামায় নিজেকে সিকিম বিশ্ববিদ্যালয়ের স্নাতক বলে দাবি করলেও তাঁর সেই বিশ্ববিদ্যালয়ের কোনও ডিগ্রি নেই। কর্ণের আরও অভিযোগ, ফেসবুকে সুরিন্দর নিজেকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক বলে দাবি করেছেন। নির্বাচনী একটি পুস্তিকায় হিন্দিতে স্নাতকোত্তর বলেও দাবি করেছেন ওই আপ বিধায়ক। কর্ণের দাবি, যে সময়ে সুরিন্দর সিকিম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন বলে দাবি করছেন, সেই সময়ে নথিভুক্ত ছাত্রদের তালিকায় তাঁর নামই নেই। সুরিন্দর অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে ‘বিরোধীদের চক্রান্ত’ বলেই ক্ষান্ত হয়েছেন।

সুরিন্দরের পরে বিরোধীদের র‌্যাডারে ধরা পড়েছেন আপ বিধায়ক বিশেষ রবি। তাঁর বিরুদ্ধে ভুয়ো ডিগ্রির অভিযোগ এনেছেন বহিষ্কৃত আপ নেতা রাজেশ গর্গ। এবং এ ক্ষেত্রেও ‘বিরোধীদের চক্রান্ত’ই দেখেছেন রবি।

Advertisement

ভুয়ো ডিগ্রি নিয়ে বিরোধীদের গোলাগুলি সামলাতে একই অস্ত্রকে কাজে লাগিয়েছে আপ-ও। স্মৃতী ইরানি এবং রামশঙ্কর কাঠেরিয়া— বিজেপির এই দুই সাংসদের বিরুদ্ধে একই অভিযোগ এনেছে আপ। তবে এঁদের কারও বিরুদ্ধেই সরকারি ভাবে অভিয়োগ আনা হয়নি।

প্রাক্তন আইনমন্ত্রী জিতেন্দ্র সিংহ তোমরকে নিয়ে অস্বস্তি কাটাতে এবং দলের ভাবমূর্তি পরিষ্কার করতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আপ। কিন্তু বাকি অভিযুক্তদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? এ বিষয়ে কিন্তু আপাতত মুখে কুলুপ আপ নেতৃত্বের।

এই সংক্রান্ত আরও খবর...

ক্ষুব্ধ কেজরীবাল, দল থেকে বহিষ্কৃত হতে পারেন তোমর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement