Aam Aadmi Party

দলবদলের ৭২ ঘণ্টার মধ্যে শোকীনকে টিকিট কেজরীর! আপের প্রার্থিতালিকার অর্ধেকের বেশি প্রার্থী ‘দলত্যাগী’

আপের প্রার্থিতালিকায় রয়েছেন সদ্য বিজেপি ছেড়ে আপে যোগ দেওয়া ব্রহ্ম সিংহ তনওয়ার, ছত্তরপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ছত্তরপুর এবং মেহরৌলি কেন্দ্র থেকে এর আগেও তিন বার বিধায়ক হয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৬:৫৫
Share:

আপ নেতা তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। — ফাইল চিত্র।

তিন দিন আগেই কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন সুমেশ শোকীন। ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে আসন্ন বিধানসভা ভোটের টিকিট দিল আপ! শুধু সুমেশ নয়, টিকিট পেলেন সাম্প্রতিক অতীতে বিজেপি ও কংগ্রেস ছেড়ে আসা আরও পাঁচ নেতা।

Advertisement

বৃহস্পতিবার আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থিতালিকা ঘোষণা করেছে আম আদমি পার্টি। দলের আহ্বায়ক অরবিন্দ কেজরীওয়ালের উপস্থিতিতে আম আদমি পার্টির নির্বাচনী উপদেষ্টা কমিটির বৈঠকের পরেই ওই তালিকা ঘোষণা করা হয়েছে। কিন্তু তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, ১১ জনের মধ্যে ছ’জনই ‘দলবদলু’! একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে টিকিট দেওয়া হয়েছে তাঁদের।

আপের প্রার্থিতালিকায় রয়েছেন সদ্য বিজেপি ছেড়ে আপে যোগ দেওয়া ব্রহ্ম সিংহ তনওয়ার, ছত্তরপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ছত্তরপুর এবং মেহরৌলি কেন্দ্র থেকে এর আগেও তিন বার বিধায়ক হয়েছিলেন তিনি। রয়েছেন প্রাক্তন বিজেপি বিধায়ক অনিল ঝা, লড়বেন কিরাদি কেন্দ্র থেকে। লক্ষ্মীনগর থেকে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন বিবি ত্যাগী। দিল্লি পুরসভার দু’বারের কাউন্সিলর তথা প্রাক্তন বিজেপি নেতা চলতি মাসের শুরুতেই বিজেপি ছেড়ে আপে যোগ দিয়েছেন। এ ছাড়া, বদরপুরে আপের তরফে প্রার্থী হিসাবে দাঁড়াবেন রাম সিংহ নেতাজি। রাম সিংহ বদরপুর কেন্দ্রে দু’বারের বিধায়ক ছিলেন। অতীতে বিএসপি এবং কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছেন। গত ২০২০ সালে দল বদলে আম আদমি পার্টিতে যোগ দেন।

Advertisement

গত সপ্তাহেই আপে নাম লিখিয়েছেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক বীর সিংহ ধিংগান। তালিকায় নাম রয়েছে তাঁরও। সীমাপুরী কেন্দ্র থেকে লড়বেন তিনি। রয়েছেন চৌধুরী জুবায়ের আহমেদ এবং সুমেশ শোকীনও। যথাক্রমে সীলমপুর এবং মাটিয়ালা কেন্দ্র থেকে লড়বেন এই দুই প্রাক্তন কংগ্রেস নেতা। পাশাপাশি, বিধানসভা নির্বাচনে বিশ্বাস নগরের আসন থেকে দীপক সিংহলা এবং রোহতাস নগর থেকে সরিতা সিংহ প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঘোণ্ডা থেকে টিকিট পেয়েছেন গৌরব শর্মা। এ ছাড়া, কারাওয়াল নগর কেন্দ্র থেকে লড়বেন মনোজ ত্যাগী।

২০২৫ সালের শুরুতে দিল্লিতে বিধানসভা নির্বাচন। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৬২টিতে জিতেছিল আপ। মাত্র ৮টি আসন পেয়েছিল বিজেপি। গত ২৬ বছরে দিল্লির মসনদ দখল করতে পারেনি বিজেপি। কেন্দ্রে টানা তিন বার জিতে এলেও খাস রাজধানীতে বারবারই হেরেছে বিজেপি। এর মাঝে দলবদল করে আপে যোগ দিয়েছেন বিজেপি ও কংগ্রেসের একাধিক নেতা। আপ-কে ছেড়েও গিয়েছেন কেউ কেউ! রবিবারই দল ছেড়ে বিজেপিতে গিয়েছেন দীর্ঘ দিনের আপ নেতা কৈলাস গহলৌত। তাঁর দলত্যাগ নির্বাচনে কী প্রভাব ফেলে তা নিয়ে চলছে চর্চা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement