Cat

ম্যাঁওরাজা, শেরওয়ানির থেকেও আদুরে ফ্রক পরা ছবিতে

পোশাকটি তাঁর মা বানিয়েছেন আদরের বিড়ালের জন্য। ছবিটি প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ২৪ হাজারের বেশি লাইক পেয়েছে। রিটুইট হয়েছে চার হাজারের বেশি বার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:১১
Share:

টুইটার থেকে নেওয়া ছবি।

ম্যাঁওরাজা। শেরওয়ানি পরা ছবিতে তিনি এখন রীতিমতো ভাইরাল। বিড়াল প্রাণীটাই আদুরে। আদর পেলে যেন আর কিছু চাই না। আর তাদের আদর করার মানুষেরও অভাব নেই। নানা কাণ্ড ঘটিয়ে অনেক বিড়ালই মন জিতে নেয় নেটাগরিকদের। তবে ইনি জিতেছেন পোশাকে।

Advertisement

না, অন্য কারও পোশাক ধার করে নয়। ওর জন্যই তৈরি করা হয়েছে এই শেরওয়ানি। এক টুইটার ব্যবহারকারী তাঁর বাড়ির পোষ্য বিড়ালের এই ছবিটি প্রথম পোস্ট করেন। তার পরে সেটি রিটুইট হতে থাকে। লাইক আর কমেন্টে ভেসে যায়। সানিয়া নামে ওই টুইটার ব্যবহারকারী শেরওয়ানি পরা বিড়ালের ছবি দিয়ে লিখেছেন, এই পোশাকটি তাঁর মা বানিয়েছেন আদরের বিড়ালের জন্য। ছবিটি প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ২৪ হাজারের বেশি লাইক পেয়েছে। রিটুইট হয়েছে চার হাজারের বেশি বার।

সোশ্যাল মিডিয়ায় একজন আবার এমন পোশাক দেখে সানিয়াকে আরও অন্য পোশাকে বিড়ালটির ছবি পোস্ট করার অনুরোধ করেন। সেটাও করেন সানিয়া। তাতে ম্যাঁওরাজা আরও মিষ্টি। সাদা ফ্রক পরে রাজা যেন রাজকন্যে সেজেছেন।

Advertisement

তবে বেশি ভাইরাল হয়েছে শেরওয়ানি পরা ছবিটা। এক নেটাগরিক বলেছেন, এর পাশে এখন একজন লেহেঙ্গা পরা বিড়ালিনী চাই।

আরও পড়ুন: আধ-খাওয়া স্যান্ডউইচের হীরক জয়ন্তী, ৬০ বছর যত্নে রেখেছেন নিক্সন ভক্ত

আরও পড়ুন: সুটকেসে জ্যান্ত অভিনেত্রী জলে ভেসে গেলেন, ধারাবাহিকের দৃশ্য নিয়ে শোরগোল​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement