Tamilnadu

Accident during chariot procession: তামিলনাড়ুতে ধর্মীয় শোভাযাত্রায় তড়িদাহত হয়ে ২ শিশু-সহ ১১ জনের মৃত্যু

গলির মুখে বাঁক নেওয়ার সময় উপরে থাকা একটি বৈদ্যুতিক তারের সঙ্গে ঘষা লাগে রথটির।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ০৯:২৪
Share:

এই দুর্ঘটনায় রথটিও সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: সংগৃহীত

দেবীর মূর্তি নিয়ে শোভাযাত্রায় বেরিয়ে তড়িদাহত হয়ে মারা গেলেন ১১ জন। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশুও। আহত হয়েছেন বেশ কয়েক জন। বুধবার ভোরে তামিলনাড়ুর থাঞ্জাভুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

প্রতি বছরই এই সময়ে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পুলিশ সূত্রে খবর, ভোররাতে কালিমেড়ু গ্রামের আপ্পার মন্দিরের কাছে গলির মুখে বাঁক নেওয়ার সময় একটি হাইটেনশন বৈদ্যুতিক তারের সঙ্গে ঘষা লাগে শোভাযাত্রার রথটির। মুহূর্তে পুরো রথটি তড়িদাহত হয়ে পড়ে।
রথের মধ্যে উপস্থিত ছিলেন কিছু ভক্ত। শিশু-সহ মোট ১১ জনের মৃত্যু হয় ওই ঘটনায়। আহতের সংখ্যা ১৫। এই দুর্ঘটনায় রথটিও সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ জানিয়েছে, আহতদের থাঞ্জাভুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement