Dharmendra Pradhan

ছাত্র ধর্মঘটে দাবি ধর্মেন্দ্রর ইস্তফার

কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পড়ুয়াদের একাংশও আজ ধর্মঘটে শামিল হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৪ ০৮:৪৬
Share:

ধর্মেন্দ্র প্রধান। —ফাইল চিত্র।

মেডিক্যাল প্রবেশিকা নিট-এ হওয়া দুর্নীতি ও প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আজ দেশ জুড়ে ছাত্র ধর্মঘট পালিত হল। সমস্যার সুষ্ঠু সমাধানে এ বার এনডিএ জোটের শরিক নেতা চন্দ্রবাবু নায়ডুর হস্তক্ষেপ দাবি করা হয়েছে।

Advertisement

প্রশ্ন-ফাঁস কাণ্ডে সরকারের উপরে চাপ বাড়াতে একজোটে আন্দোলনে নেমেছে বিভিন্ন ছাত্র সংগঠন। আজ প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গোটা দেশে ছাত্র ধর্মঘট পালিত হয়। জেএনইউ-এ শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা জ্বালানো হয় বলে এসএফআই জানিয়েছে। হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টির মধ্যেও পড়ুয়ারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। ছাত্র সংগঠনগুলি কেন্দ্রে শরিক দলনেতা তথা অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর কাছে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করার দাবি করেছে। তিনি বিষয়টির সমাধানে উদ্যোগী হোন, সেই দাবিও উঠেছে।

কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পড়ুয়াদের একাংশও আজ ধর্মঘটে শামিল হন। এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে’র বক্তব্য, “ধর্মঘট রাজ্যেও সর্বাত্মক। বেশ কিছু জায়গায় টিএমসিপি, পুলিশ ধর্মঘট ভাঙার চেষ্টা করলেও প্রতিরোধের মুখে পড়ে।” সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাসের বক্তব্য, “সাত বছরে ৭০ বার প্রশ্ন ফাঁস হয়েছে। নিট-দুর্নীতির সঙ্গে বিজেপির সরাসরি যোগ রয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে পদত্যাগ করতে হবে।” অনলাইন প্রতিবাদসভার আয়োজন করেছিল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। কমিটির সাধারণ সম্পাদক তরুণকান্তি নস্কর রাজ্য স্তরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ফেরানো, নতুন করে নিট-ইউজি পরীক্ষা নেওয়ার দাবি তুলেছেন। প্রতিবাদ দিবস পালন করেছে এসইউসি-র ছাত্র সংগঠন ডিএসও। কলেজ স্ট্রিটে বিক্ষোভ সমাবেশ করে তারা। লক্ষণীয় ভাবে আরএসএস-পোষিত বিদ্যা ভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের তরফেও প্রশ্ন ফাঁস আটকাতে প্রতিযোগিতামূলক পরীক্ষার বর্তমান ধরন বদলানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement