Delhi University

বান্ধবীকে নিয়ে বচসার জের, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে কুপিয়ে খুন করলেন অপর পড়ুয়া!

রবিবার দু’জনেই ক্লাস করতে কলেজে গিয়েছিলেন। তার পরই তাঁদের মধ্যে বচসা বাধে। অভিযুক্ত ছাত্রকে চিহ্নিত করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৩ ১৯:৩৩
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের আর্যভট্ট কলেজের বাইরে ছাত্রকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল অপর এক ছাত্রের বিরুদ্ধে। রবিবার দুপুর সাড়ে ১২টায় এই ঘটনা ঘটে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

দিল্লি পুলিশ জানিয়েছে, নিহত ছাত্রের নাম নিখিল চৌহান (১৯)। নিখিলের বান্ধবীর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন অভিযুক্ত ছাত্র। সেই নিয়ে সাত দিন আগে নিখিলের সঙ্গে অভিযুক্ত ছাত্রের বচসা বেধেছিল। রবিবার ক্লাস করতে কলেজে যাওয়ার পরই নিখিলের উপর চড়াও হন অভিযুক্ত ছাত্র এবং তাঁর তিন সহযোগী।

Advertisement

অভিযোগ, কলেজের গেটের বাইরে ধারালো অস্ত্র দিয়ে নিখিলের বুকে কোপানো হয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিখিল রাষ্ট্রবিজ্ঞানের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন। তাঁর বাড়ি পশ্চিম বিহার এলাকায়।

অভিযুক্ত ছাত্র এবং সহযোগীদের চিহ্নিত করেছে পুলিশ। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement