Crime

ভারতে কলসেন্টার খুলে বিদেশিদের ঠকিয়ে ১৬৩ কোটি টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার ছয়

দিল্লি পুলিশ, এফবিআই এবং ইন্টারপোলের যৌথ অভিযানে গ্রেফতার। ধৃতদের মধ্যে চার জন ভারতীয়। বাকিদের মধ্যে এক জন উগান্ডা এবং অপর জন কানাডার নাগরিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৩ ২১:৪১
Share:

—প্রতীকী ছবি।

ভারতে বসে আমেরিকা এবং উগান্ডার নাগরিকদের কাছ থেকে মোট ১৬৩ কোটি টাকা হাতানোর অভিযোগ। প্রতারণাচক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ। একটি কলসেন্টার থেকে এই প্রতারণার কারবার চালানো হত বলে অভিযোগ। এই ঘটনায় ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

Advertisement

দিল্লি পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে চার জন ভারতীয়। বাকিদের মধ্যে এক জন উগান্ডা এবং অপর জন কানাডার নাগরিক। দিল্লি পুলিশ, আমেরিকার ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এবং ইন্টারপোলের যৌথ অভিযানে অভিযুক্তদের পাকড়াও করা হয়েছে।

চার অভিযুক্তকে গুজরাত এবং উত্তরাখণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা হলেন বাতসাল মেহতা, পার্থ আরমাকার, দীপক অরোরা এবং প্রশান্ত কুমার। বাকি ধৃতদের নাম জানা যায়নি। পুলিশের দাবি, এই প্রতারণাচক্রে মেহতাই মূলচক্রী। ভারত এবং উগান্ডায় কলসেন্টার চালাতেন পার্থ।

Advertisement

পুলিশ জানিয়েছে, নিজেদের সে দেশের ‘ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন’-এর আধিকারিক পরিচয় দিয়ে আমেরিকানদের ফোন করতেন অভিযুক্তরা। আমেরিকার নাগরিকদের ফোনে বলা হত যে, শিশু পর্নোগ্রাফিতে তাঁদের নাম জড়িয়েছে। এর পরই আমেরিকানদের কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা চাওয়া হত। টাকা না দিলে পরিণতি ভয়ঙ্কর হবে বলে শাসানো হত বলেও অভিযোগ। এই চক্রে আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement