প্রতিনিধিত্বমূলক ছবি।
স্কুলের মধ্যে ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দিল্লিতে। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম দিল্লির একটি বেসরকারি স্কুলে মঙ্গলবার সকালে ১২ বছর বয়সি এক ছাত্রের দেহ উদ্ধার হয়। কী ভাবে তার মৃত্যু হল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। তবে পরিবারের অভিযোগ, সহপাঠীদের হাতে মার খেয়ে মৃত্যু হয়েছে ওই ছাত্রের।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃত পড়ুয়ার বাড়ি বসন্ত বিহারের কুদুমপুর পাহাড়ি এলাকায়। রোজকার মতো মঙ্গলবার সকালে স্কুলে গিয়েছিল সে। তবে পরে তাকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা ওই ছাত্রকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। কী ভাবে মৃত্যু হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, শ্বাসরোধের কারণে তার মৃত্যু হয়েছে। শরীরে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন ছিল না। তবে মুখ থেকে ফেনার মতো পদার্থ বার হতে দেখা যায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে। মৃতের স্কুলের কর্তৃপক্ষ এবং তার সহপাঠীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। তবে পরিবারের অভিযোগ, সহপাঠীরা তাকে মেরেছে। মৃত ছাত্রের বাবার কথায়, ‘‘আমার পুত্রের কোনও শারীরিক সমস্যা ছিল না। সকালে যখন স্কুলে দিয়ে এসেছিলাম, তখন সম্পূর্ণ সুস্থ ছিল।’’ তার পরই তিনি দাবি করেন, তাকে কয়েক জন ছাত্র জানিয়েছে, তাঁর পুত্রকে ধরে সহপাঠীরা মারধর করছিল। সে সময়ই আচমকা জ্ঞান হারায় সে। তার পরই স্কুল কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে যান।