সমাজমাধ্যম প্রভাবী নেহা সিংহ রাঠোর। ছবি : টুইটার থেকে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে গান বেঁধেছিলেন জনপ্রিয় ভোজপুরী গায়িকা তথা সমাজ মাধ্যম প্রভাবী নেহা সিংহ রাঠোর। সেই গান ভাইরাল হয়ে ছড়িয়ে পরতেই তাঁকে বাড়িতে এসে নোটিস ধরিয়ে গেল যোগীর পুলিশ। তাদের অভিযোগ, নেহার গান উত্তরপ্রদেশে বিশৃঙ্খলা তৈরি করছে। রাজ্যের সম্প্রীতির পরিবেশ নষ্ট করে উত্তেজনা ছড়াচ্ছে। পুলিশ নোটিসে নেহার কাছে জানতে চেয়েছে, কী ভেবে এবং কেন তিনি ওই গান বেঁধেছিলেন। জবাব দেওয়ার জন্য শিল্পীকে ঠিক তিন দিন সময় দিয়েছে উত্তর প্রদেশ সরকার।
ঘটনার সূত্রপাত কানপুরের একটি ঘটনায়। দিন কয়েক আগেই উত্তরপ্রদেশের কানপুরে একটি বেআইনি কুঁড়েঘরে আগুন লেগে মৃত্যু হয়েছে মা ও মেয়ের। অভিযোগ ওঠে, যোগী সরকারের বেআইন বাড়ি উচ্ছেদ অভিযানে পুলিশই আগুন লাগিয়েছিল ওই কুঁড়েঘরে। নিজের ভোজপুরী গানে সেই ঘটনা নিয়েই প্রশ্ন তুলেছিলেন নেহা। জানতে চেয়েছিলেন, ‘‘ইউপি মে কা বা?’’ যার অর্থ ইউপি অর্থাৎ ‘উত্তরপ্রদেশে কেন ভাই!’ যোগী প্রশাসনের তরফে নোটিস এসেছে সেই প্রশ্নের পাল্টা জবাবে।
মঙ্গলবার রাতেই উত্তরপ্রদেশ পুলিশ আসে নেহার বাড়িতে। তাঁর কাছে জানতে চাওয়া হয়, ভাইরাল ভিডিয়োতে গান গাইতে দেখা যাচ্ছে যে মহিলাকে, সেই মহিলা তিনিই কি না। জবাবে সম্মতি জানাতেই নোটিস ধরানো হয় নেহাকে।
গোটা ঘটনাটিরই ভিডিয়ো রেকর্ড করেছেন নেহা। সেই ভিডিয়ো পোস্টও করেছেন নিজের টুইটার অ্যাকাউন্টে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োয় দেখা যাচ্ছে পুলিশ তাঁকে জিজ্ঞাসা করছে, ‘‘আপনি কি জানেন আপনার গানের কতটা খারাপ প্রভাব পড়ছে সমাজে? তাই আপনাকে এর জবাব দিতে হবে। আপনার জবাব সন্তোষজনক মনে না হলে আপনার বিরুদ্ধে মামলাও হবে।’’