Goa

গোয়ায় ‘যৌন উত্তেজনা বর্ধক খেলনা’র দোকান বন্ধ করল স্থানীয় পঞ্চায়েত

কলাঙ্গুট পর্যটন কেন্দ্রের কাছেই এই দোকানটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তাঁরা মৌখিক অভিযোগ পান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ১৬:৫৭
Share:

বন্ধ হওয়া দোকানটি।

Advertisement

ভারতের প্রথম ‘যৌন উত্তেজনা বর্ধক খেলনা’র দোকান বন্ধ করল গোয়ার একটি স্থানীয় পঞ্চায়েত। গোয়ার কলাঙ্গুট এলাকায় ‘কামা গিজমোস’ নামে ওই দোকানটি নিয়ে স্থানীয় পঞ্চায়েতের আপত্তি ছিল। বৃহস্পতিবার পঞ্চায়েত কর্তৃপক্ষ তা বন্ধ করার নির্দেশ দেন। মাস খানেক আগে দোকানটি উদ্বোধন হয়।

কলাঙ্গুট পঞ্চায়েত প্রধান দীনেশ সিমেপুরুষকার সংবাদ সংস্থাকে জানান, কলাঙ্গুট পর্যটন কেন্দ্রের কাছেই এই দোকানটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তাঁরা মৌখিক অভিযোগ পান। তার ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়। এ ছাড়াও তিনি জানান যে দোকানটির কোনও আইনি ছাড়পত্র ছিল না। ওই দোকানটি একটি গলির ভিতর তাই অনেকের নজরে পড়েনি। তবে এ নিয়ে নেট মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপে লেখালিখি হয়েছে। স্থানীয় মানুষজন এতে বিরক্ত।

ওই দোকান কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, তাঁরা বাইরের লোক বলে এ নিয়ে অযথা জলঘোলা করা হচ্ছে। যদিও তাঁরা জানয়েছেন, আইনি ছাড়পত্রের বিষয়টি প্রক্রিয়াধীন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement