হিল ট্রাইবাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ডাকা ১২ ঘণ্টার ডিমা হাসাও বন্ধে আজ জেলার জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। বন্ধকে কেন্দ্র করে পাহাড়ি এই জেলায় কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। হাফলঙে বন্ধের দরুন অফিস, আদালত, স্কুল, কলেজ, ব্যাঙ্ক-সহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, হাট-বাজার দোকানপাট সবই বন্ধ ছিল।