Ramesh Pokhriyal

নিশঙ্ককে চ্যালেঞ্জ ছাত্রীর

মধ্যপ্রদেশের স্বাতী নিজেকে এ বারের নিট পরীক্ষার্থী বলে পরিচয় দিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

রায়পুর শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২০ ০৫:০৪
Share:

স্বাতী ত্রিপাঠী

পরীক্ষা-বিতর্ক আপাতত আদালত পর্যন্ত গড়িয়েছে। এরই মধ্যে টুইটারে এক ছাত্রীর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ২ মিনিট ১৯ সেকেন্ডের ওই ভিডিয়োটিতে কার্যত শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ককে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। বলেছেন, গ্লাভস পরে ২০ মিনিট পরীক্ষা দিয়ে দেখান শিক্ষামন্ত্রী। কেন্দ্রীয় সরকারের কাছে নিট ও জয়েন্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার অনুরোধও করেছেন স্বাতী ত্রিপাঠী নামের ওই ছাত্রী।

Advertisement

মধ্যপ্রদেশের স্বাতী নিজেকে এ বারের নিট পরীক্ষার্থী বলে পরিচয় দিয়েছেন। ওই ছাত্রীর বক্তব্য, করোনা ও দেশের বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতিতে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছনোই তাঁদের কাছে চ্যালেঞ্জ। কিন্তু কোনও ভাবে তাঁরা যদি সেই কেন্দ্রে পৌঁছে যান, তার পরেও কেন্দ্রীয় নির্দেশিকা মেনে সেই পরীক্ষা দেওয়া অসম্ভব বলে ভিডিয়োয় দাবি করেছেন ওই ছাত্রী। তাঁর কথায়, ‘‘নির্দেশিকায় মুখে মাস্কের সঙ্গে হাতে গ্লাভস

পরে আমাদের পরীক্ষা দিতে বলা হয়েছে। আমি শিক্ষামন্ত্রী ও তাঁর সঙ্গে যাঁরা এই পরীক্ষা এখনই নেওয়ার জন্য সওয়াল করছেন, তাঁদের চ্যালেঞ্জ করে বলতে পারি ২০ মিনিটের বেশি এগুলো হাতে পরে কেউ কিছু লিখতেই পারবে না। আমি পাঁচ মিনিট পরে আছি, তাতেই হাত ঘেমে যাচ্ছে। আমরা এত ক্ষণ ধরে হলে বসে পরীক্ষায় লিখব কী করে? পদার্থবিদ্যা ও রসায়নের বেশ কিছু সমস্যার সমাধান করতে দেওয়া হবে আমাদের। সেগুলো আমরা লিখব কী করে? একমাত্র অভিজ্ঞ চিকিৎসক ছাড়া কারও পক্ষে এটা করা সম্ভব নয়। সরকারের কাছে আমার অনুরোধ, দয়া করে এই পরীক্ষা পিছিয়ে দিন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement