Kerala Incident

সংসারে টাকার টানাটানি! মা এবং পুত্রের আত্মহত্যার পরিকল্পনা, তবে বেঁচে যান মহিলা, মৃত্যু যুবকের

ঘটনাটি ঘটেছে কেরলের কোল্লামে। এলামাডুর বাসিন্দা রঞ্জিত (৩৫) তাঁর মা সুজাতাকে নিয়ে থাকতেন। মাস কয়েক ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী সুজাতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১০:১৩
Share:
A man tries strangling mother, then kills self, but she survives

মৃত যুবক রঞ্জিত। ছবি: সংগৃহীত।

সংসারে আর্থিক অনটন! সেই সঙ্গে চিকিৎসার বিপুল খরচ! নিত্যদিন টাকা জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছিল মা এবং পুত্রকে। রোজকার এই ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে দু’জনে মিলে এক সঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন। অসুস্থ মাকে শাল দিয়ে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করেন এক যুবক। তার পর নিজে আত্মহত্যা করেন। ঘটনাচক্রে, যুবকের মৃত্যু হলেও বেঁচে যান তাঁর মা!

Advertisement

ঘটনাটি ঘটেছে কেরলের কোল্লামে। এলামাডুর বাসিন্দা রঞ্জিত (৩৫) তাঁর মা সুজাতাকে নিয়ে থাকতেন। বছর কয়েক আগে তাঁর বাবার মৃত্যু হয়। তবে মাস কয়েক ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছেন সুজাতা। তাঁর দেখভালই করতেন অবিবাহিত রঞ্জিত। কিন্তু দিনে দিনে সংসারে টাকার টানাটানি শুরু হয়। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে মায়ের চিকিৎসার খরচও।

পুলিশ সূত্রে খবর, রোজকার আর্থিক অশান্তি থেকে মুক্তি পেতে সুজাতা এবং রঞ্জিত দু’জনে মিলে আত্মহত্যার পরিকল্পনা করেন। গত শুক্রবার প্রথমে নিজের মায়ে গলায় শাল জড়িয়ে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করেন। সুজাতা অচৈতন্য হয়ে পড়লে রঞ্জিত ভাবেন, মায়ের মৃত্যু হয়েছে। তখন তিনিও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে তার আগে দু’জনেই অতিরিক্ত ওষুধ খেয়েছিলেন।

Advertisement

রঞ্জিতের মৃত্যু হলেও বেঁচে যান সুজাতা। শনিবার সকালে কেরল রাজ্য বিদ্যুৎ বোর্ডের কর্মকর্তারা তাঁদের বাড়ি আসেন। বকেয়া টাকা আদায়ের উদ্দেশ্যেই তাঁরা ডাকাডাকি শুরু করেন। কিন্তু কেউ সাড়াশব্দ দেননি। তখন সন্দেহ হওয়ায় বাড়ি মধ্যে ঢোকেন বিদ্যুৎ বোর্ডের কর্তারা। দেখেন ঘরের বিছানায় পড়ে রয়েছেন সুজাতা। তাঁর অবস্থা আশঙ্কাজনক। আর পাশের ঘর থেকে ঝুলছে রঞ্জিতের দেহ। পুলিশ এসে সুজাতাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। অন্য দিকে, রঞ্জিতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement