চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
রাজ্য সরকারি হাসপাতালে নির্দিষ্ট সময়ের চুক্তিতে চাকরির সুযোগ। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে কর্মী নিয়োগ করা হবে। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তির ভিত্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
সার্জিক্যাল অনকোলজি স্পেশ্যালিস্ট হিসাবে কর্মী প্রয়োজন। ওই পদে সংশ্লিষ্ট বিষয়ে ডক্টরেট অফ মেডিসিন (ডিএম) বা ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) অর্জন করেছেন, এমন প্রার্থীকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
পদপ্রার্থীদের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। পারিশ্রমিক হিসাবে ১,৫০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি নিয়ে সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে।
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের রাজারহাট ক্যাম্পাসে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪ এপ্রিল সংশ্লিষ্ট পদের জন্য ইন্টারভিউ শুরু হবে। তার আগে ২০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগের বিষয়ে আরও জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।