Uttar Pradesh

সম্পত্তি নিয়ে বিবাদ! প্রেমিকার সঙ্গে ষড়যন্ত্র করে বাবাকে জ্যান্ত পুড়িয়ে মারলেন পুত্র

গত বৃহস্পতিবার রাতে নিজের কৃষিজমি পাহারা দিতে বেরিয়েছিলেন রামু রাওয়াত নামে এক কৃষক। কিন্তু আর ফেরেননি। পরের দিন সকালে মাঠের এক ৩০ ফুট গভীর কুয়ো থেকে দগ্ধ অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৭:৫১
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

জমি নিয়ে বিবাদ। বাবাকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল পুত্রের বিরুদ্ধে। প্রেমিকার সঙ্গে ষড়যন্ত্র করেই বাবাকে খুনের পরিকল্পনা করেন অভিযুক্ত। পুলিশ এই ঘটনায় দু’জনকেই গ্রেফতার করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের নিগোহান এলাকার রামপুর গ্রামের বাসিন্দা রামু রাওয়াত। পেশায় তিনি কৃষক ছিলেন। গত বৃহস্পতিবার রাতে নিজের কৃষিজমি পাহারা দিতে বেরিয়েছিলেন। কিন্তু আর ফেরেননি। পরের দিন সকালে মাঠের এক ৩০ ফুট গভীর কুয়ো থেকে দগ্ধ অবস্থায় রামুর দেহ উদ্ধার হয়।

মৃতের কন্যা জুলির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। মৃতের পুত্র ধর্মেশের বয়ানে অসঙ্গতি মেলে। তাঁকে আটক করে শুরু হয় জেরা। বাবাকে খুনের কথা স্বীকার করেন অভিযুক্ত। পুলিশকে অভিযুক্ত জানিয়েছেন, সন্দেহ হয়েছিল তাঁর বাবা তাঁকে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন। পারিবারিক আড়াই বিঘা কৃষিজমিতে তাঁর ভাগ দেবেন না। এই সন্দেহের বশেই প্রেমিকার সঙ্গে ষড়ষন্ত্র করে বাবাকে খুন করেন।

Advertisement

পুলিশকে অভিযুক্ত আরও জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে রামু যখন তাঁদের জমি পাহারা দিতে বেরিয়েছিলেন, তখন তিনি এবং তাঁর প্রেমিকাও সেখানে যান। সম্পত্তি তাঁর নামে লিখে দেওয়ার দাবি করেন ধর্মেশ। যদিও রামু তাতে রাজি ছিলেন না। তর্কাতর্কির মাঝেই বাবাকে মাঠের এক কুয়োয় ধাক্কা মেরে ফেলে দেন অভিযুক্ত। তার পর সেখানে খড় ফেলে আগুন ধরিয়ে দেন। পুলিশ অভিযুক্তের প্রেমিকাকেও গ্রেফতার করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement