গ্রামে ঢুকে পড়া হাতির দল।
ফের হাতির তাণ্ডব ওড়িশার একটি গ্রামে। এ বার ১৭টি হাতির একটি দল ওড়িয়ার ময়ূরভঞ্জের এক গ্রামে ঢুকে পড়ে। যার ফলে ফসল নষ্টের আশঙ্কা যেমন করছেন গ্রামবাসীরা তেমনই তাঁরা আতঙ্কেও রয়েছে।
বন দফতর সূত্রের খবর, রবিবার আচমকাই হাতির ওই দলটি জঙ্গল থেকে বেরিয়ে পড়ে। জঙ্গলের পাশ দিয়েই বয়ে গিয়েছে নদী। সেই নদী পেরিয়ে তারা খাদ্যের সন্ধানে এ গ্রামে ঢুকে পড়ে। চাষের জমিতে অবাধে ঘুরে বেড়াতে দেখা যায় তাদের।
বন দফতর জানিয়েছে, এতগুলো হাতিকে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। খবর যায় বন দফতরের কর্মীদের। বন দফতরের কর্মীরা হাতিদের তাড়া করে ফের জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করছেন।
জঙ্গলের পাশেই গ্রামটি থাকার জন্য ওই গ্রামে মাঝে মধ্যেই গ্রামে হাতি ঢুকে পড়ার খবর শোনা যায়।