জলন্ধর স্টেশন চত্বরে তখনও পড়ে রয়েছে সেই স্যুটকেস। এসে পৌঁছয়নি পুলিশের বিশেষ দল। ফাইল চিত্র।
স্টেশনের প্রবেশের রাস্তার মুখেই পড়েছিল নতুন লাল টকটকে একখানা স্যুটকেস। খেয়াল করেও তা নিয়ে মাথা ঘামাননি নিত্যযাত্রীরা। পাশ কাটিয়ে বেরিয়ে গিয়েছেন বা কৌতুহল দেখিয়ে থমকে গিয়েও শেষ পর্যন্ত ঝুঁকি নেননি। এক যাত্রী অবশ্য থমকালেন। পাশ কাটিয়ে যেতে গিয়েও ফিরে এসে বাক্সের সামনে এসে দাঁড়ালেন। কী আছে পরীক্ষা করতে স্যুটকেস এ দিক ওদিক করতেই চমকে গেলেন তিনি। পুলিশকে তিনি জানিয়েছেন, স্যুটকেসটি ঠিক মতো বন্ধ করা ছিল না তার ফাঁক গলে এক মৃত ব্যক্তির পা বেরিয়ে এসেছিল স্যুটকেস থেকে। প্রায় সঙ্গে সঙ্গেই বিষয়টি রেল পুলিশের নজরে আনেন তিনি।
ঘটনাটি ঘটেছে জলন্ধরের রেলস্টেশন চত্বরে। ওই স্টেশনেই পড়ে ছিল স্যুটকেসটি। যা আপাতত রেল পুলিশ উদ্ধার করেছে এবং স্যুটকেসের ভিতের থাকা দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মঙ্গলবার সকালেই ঘটনাটি ঘটে। পুলিশকে ওই যাত্রী জানিয়েছেন, তিনি স্টেশন চত্বরেই ঘোরাফেরা করছিলেন ওই সময়ে। দীর্ঘক্ষণ ব্যাগটিকে একই জায়গায় পড়ে থাকতে দেখে তিনি পুলিশে খবর দেওয়ার জন্য ব্যাগটি নিতে এগিয়ে যান। তার পরেই ব্যাগের ভিতর মৃতদেহ উদ্ধার করেন তিনি।
পুলিশ খবর পেয়েই গোয়েন্দা কুকুর নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। সঙ্গে পৌঁছয় ফরেন্সিক দলও। জানা গিয়েছে, ওই দেহটি বছর চল্লিশেকের এক যুবকের। তাঁকে যে হত্যা করা হয়েছে, সেব্যাপারে পুলিশ একরকম নিশ্চিত হলেও কী ভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে কিছু জানায়নি রেল পুলিশ। তবে জানানো হয়েছে এ নিয়ে তদন্ত চলছে।