Barber

কঠিন পরিস্থিতিতে পাশে রবীন্দ্র, ঘুরে ঘুরে বিনা পয়সায় চুল কেটে দিচ্ছেন

রবীন্দ্রের মুম্বইয়ে ভান্ডুপে সেলুন রয়েছে। এখন প্রতি সোমবার তিনি সেলুন ছেড়ে পৌঁছে যান অন্য কোথাও, চুল কাটতে। এদিন যেমন পৌঁছে গেলেন মুম্বইয়ের এক বস্তিতে। সম্পূর্ণ বিনা পয়সায় বস্তির শিশু, বৃদ্ধদের চুল কেটে দিলেন।

Advertisement

মুম্বই

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ০৮ জুন ২০২০ ২০:৪৯
Share:

বিনা পয়সায় চুল কাটছেন রবীন্দ্র। ছবি: ইউটিউব থেকে নেওয়া।

দেশ প্রায় আড়াই মাস লকডাউন ছিল। ফলে অনেক কাজই এই আড়াই মাসে বন্ধ থেকেছে। যেমন দেশ জুড়ে সেলুন বন্ধ থাকায়, অনেকেই চুল কাটতে পারেননি। তাই সমস্যা হলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। সেলুন খুললেও অনেকে সেখানে যেতে চাইছেন না। তার উপর আবার এই আড়াই মাসে আয় বন্ধ হয়ে যাওয়ায় অনেকে চুল কাটানোর মতো একটু কম প্রয়োজনীয় কাজ বন্ধ রেখেছেন। এবার তাঁদের জন্য বিনা পয়সায় ছুরি, কাঁচি নিয়ে হাজির রবীন্দ্র বিরারি।

Advertisement

রবীন্দ্রের মুম্বইয়ে ভান্ডুপে সেলুন রয়েছে। এখন প্রতি সোমবার তিনি সেলুন ছেড়ে পৌঁছে যান অন্য কোথাও, চুল কাটতে। এদিন যেমন পৌঁছে গেলেন মুম্বইয়ের এক বস্তিতে। সম্পূর্ণ বিনা পয়সায় বস্তির শিশু, বৃদ্ধদের চুল কেটে দিলেন।

এটা রবীন্দ্রের পুরনো অভ্যাস। সপ্তাহে ছ’দিন তিনি নিজের সেলুনে ক্রেতা সামলান। আর সোমবার ‘ঝোলা’ নিয়ে বেরিয়ে পড়েন। মানুষের পাশে দাঁড়াতে, সাহায্য করতে পৌঁছে যান বিভিন্ন রেলস্টেশন, মন্দির, মসজিদ বা রাস্তার ধারে দুঃস্থ মানুষগুলোর কাছে। যাঁরা পয়সার অভাবে নিয়মিত চুল কাটতে পারেন না, তাঁদের তিনি বিনা পয়সায় চুল কেটে দেন। তেমনটাই দেখা গেল এদিন মুম্বইয়ের বস্তিতে।

Advertisement

আরও পড়ুন: চিতাবাঘকে পিটিয়ে মেরে ফেললেন গ্রামবাসীরা, ছবি তুললেন মৃতদেহ নিয়ে!

আরও পড়ুন: স্পর্শ ছাড়া হাত ধোয়ার মেশিন বানিয়ে রাষ্ট্রপতি পুরস্কার পেল ৯ বছরের পড়ুয়া

দেখুন সেই ভিডিয়ো:

অসময়ে এমন এক জনকে পাশে পেয়ে খুশি বস্তির শিশু থেকে বৃদ্ধ সবাই। বস্তির বাচ্চারা বিনা পয়সায় ‘হেয়ারকাট’ পেয়ে নিজেদের মতো করে ধন্যবাদ জানিয়েছে রবীন্দ্রকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement